সোমবার, ১৩ জুন, ২০২২, ১২:৩২:২৪

সাতক্ষীরায় ফ্রিজিয়ান গরু পালনে স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকরা

সাতক্ষীরায় ফ্রিজিয়ান গরু পালনে স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকরা

সাতক্ষীরা থেকে: গরু পালনে স্বাবলম্বী হয়েছেন ২৮ বছরের বেকার যুবক আলতাফ হোসেন। সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের যুগিখালী গ্রামের বড় মসজিদ সংলগ্ন এলাকার আলতাফ হোসেন নামের ২৮ বছরের এক যুবক ফ্রিজিয়ান গরু পালন করে স্বাবলম্বী হয়েছেন। 

প্রতিদিন ৭টি গরুতে দুধ হয় ৩৫ থেকে ৪০ লিটার পর্যন্ত। প্রতি লিটার দুধ বিক্রি হয় ৩০ টাকা দরে। যুগিখালী গ্রামের বেলাল হোসেন ছেলে ২৮ বছর বয়সের আলতাফ হোসেন। মাস্টার্স পর্যন্তু পড়াশোনা করেন, লেখা পড়া শেষ করে কোন চাকুরি না হওয়ায় বেকার জীবন ঘুচাতে গরু পালন ব্যবসা শুরু করেন তিনি।

সে নিজের উদ্যোগে নিজ বাড়ীতে গরু খামার গড়ে তোলেন। ৫ বছর আগে প্রায় ৮ লক্ষ টাকা দিয়ে ৩টি গাভীসহ ৮টি ফ্রিজিয়ান জাতের গরু ক্রয় করেন তিনি। দুই বছরের মাথায় গরুতে ৫টি বাছুরসহ ১৩টি গরুতে পরিনত হয়। বর্তমানে প্রতিদিন তিনি দুধ বিক্রি করে ১২শত টাকা আয় করেন তিনি। 

দুধ বিক্রি করে সুখী শাস্তিতে সংসারের ভরপোষন বহন করছেন তিনি। তার পরিবারের সকলেই খুশি আলতাফ হোসেনের উপর। আলতাফ হোসেনের সফলতা দেখে তার প্রতিবেশি অনেকেরই বাড়ীতে এক দুটি করে গরু পালন শুরু করেছেন। সাতক্ষীরায় ফ্রিজিয়ান গরু পালনে স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকরা।

আলতাফ হোসেন বলেন, রহিমা এগ্রো ফার্ম তার মায়ের নামে এই গরুর খামার নাম রাখা হয়েছে। এই ফার্মে বর্তমানে ২৮টি গরু রয়েছে। এর মধ্যে একটি ফ্রিজিয়ান জাতের গরু রয়েছে যার ওজন ১৬মণ হবে। দাম প্রায় ৬লাখ টাকার মতো। খামারে বর্তমানে ৪০ লাখ টাকার গরু আছে। 

তিনি আরো বলেন, ইসলামী ব্যাংক থেকে খামারে আরো গরু পালনের জন্য ১৪ লাখ টাকার ঋণ দিয়েছেন। নিজ জমিতে লাগানো ঘাষ, বিচালি, খৈল ও ভুমি খাওয়াচ্ছেন গরুগুলির। সব দেশীয় কায়দায় পালন হচ্ছে গরু। তিনি এবার কুরবাণীর ঈদে ১৬টি গরু বিক্রি করতে চান। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমল কুমার সরকার বলেন, এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এ উপজেলার মানুষ শুধু গরু পালন করেই স্বাবলম্বী হচ্ছেন। এতে অনেক বেকার যুবকের কর্মসংস্থান হচ্ছে। প্রাণিসম্পদ অফিস গরু ও ছাগল পালনে ফ্রিতে ঘাস চাষের জন্য কাটিং দিচ্ছে। সেই সাথে রোগ বালাই এর পরামশ্য ও চিকিৎসা দিচ্ছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে