শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ০৮:৪৫:৫৮

পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে দুধ

পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে দুধ

সিরাজগঞ্জ: বাজারে এখন এক লিটার বোতলজাত পানির দাম ২৫ টাকা, কিন্তু সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুধ পাওয়া যাচ্ছে তার চেয়েও কম দামে । দু’দিন ধ'রে উপজেলার হাট-বাজারে ২০ থেকে ২৫ টাকা লিটার দরে দুধ বিক্রি হচ্ছে। এছাড়াও খামারি ও বিক্রেতারা গ্রামে ফে'রি করে দুধ বিক্রি করছেন। অথচ ৩দিন আগেও উল্লাপাড়ার হাট-বাজারে প্রতি লিটার দুধ ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হয়েছে।

উপজেলার নলসোন্ধা গ্রামের দুধ ব্যবসায়ী বাহাদুর আলী ও সুজা গ্রামের খামারী শাহ আলম জানান, করোনাভাইরাসের কারণে ২৫ মার্চ থেকে উপজেলার মিষ্টির দোকান, ঘোল উৎপাদনের কারখানা, রেস্টুরেন্ট সব বন্ধ করে দেওয়ায় এসব জায়গায় আর তারা দুধ সরবরাহ করতে পারছেন না। ফলে দুধের দাম অনেক কমে গেছে। সংসারের প্রয়োজনে তারা এখন গ্রামে গ্রামে ফে'রি করে ২০ থেকে ২৫ টাকা লিটার দরে দুধ বিক্রি করছেন।

তারা বলেন, গ্রামাঞ্চলেও দুধের ক্রেতা অনেক কম। লোকজন ভ'য়ে আত'ঙ্কে বাইরের কারো কাছ থেকে দুধ কিনতে রাজি হচ্ছেন না। ফলে উৎপাদিত দুধ নিয়ে তারা আগামী দিনগুলোতে আরো বি'পদের স'ম্মু'খীন হবেন বলে আশ'ঙ্কা করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে