শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫, ১২:০৭:০৯

‘আগুনসন্ত্রাসীর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে’

‘আগুনসন্ত্রাসীর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে’

সুনামগঞ্জ: দেশে দুই বিদেশি হত্যার ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনায় নয় এটি একটি সুপরিকল্পিত হত্যাকান্ডে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের কোন ছাড় নেই উল্লেখ করে তিনি বলেন, দুই বিদেশী হত্যাকান্ডে জঙ্গিবাদী, আগুন সন্ত্রাসী, যুদ্ধাপরাধীসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তথ্যমন্ত্রী শুক্রবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুরে দুই দিন হাওর উৎসবে প্রধান অতিথির বক্তব্যপ্রদানকালে এসব কথা বলেন। এসময় তিনি দেশের সমৃদ্ধি ও অগ্রগতি ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ মোকাবেলার আহ্বান জানান। হাওর উৎসব কমিটির আহ্বায়ক কাশমির রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, নেত্রকোণা-১ আসনের সাংসদ ছবি বিশ্বাস প্রমুখ। ১৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আসিফ/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে