সোমবার, ০৩ জানুয়ারী, ২০২২, ০৯:৪২:৫৯

নির্বাচনে হেরে ইউনিয়ন পরিষদের আসবাবপত্র বাড়ি নিয়ে গেলেন বিদায়ী চেয়ারম্যান

নির্বাচনে হেরে ইউনিয়ন পরিষদের আসবাবপত্র বাড়ি নিয়ে গেলেন বিদায়ী চেয়ারম্যান

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নির্বাচনে হেরে যাওয়ার পর ইউনিয়ন পরিষদের আসবাবপত্র বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিদায়ী চেয়ারম্যানের বিরুদ্ধে। দোয়ারাবাজার সদর ইউনিয়নের সদ্য সাবেক ওই চেয়ারম্যানের নাম এম এ বারী। তিনি উপজেলা যুবদলের নেতা বলে জানা গেছে।

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ আসবাবপত্র না পেয়ে আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। সাবেক চেয়ারম্যানের এমন কাণ্ডের সমালোচনা করছেন এলাকাবাসী। এদিকে, আলোচনা-সমালোচনার মধ্যে আজ দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এম এ বারী।

অভিযোগ সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত দোয়ারাবাজার সদর ইউপি নির্বাচনে হেরে যাওয়ার পর চেয়ারম্যান এম এ বারী পরিষদ কার্যালয় থেকে একটি চেয়ার, একটি টেবিল, একটি ফাইল কেবিনেট, সৌর বিদ্যুতের সোলার প্যানেল এবং ক্যাবল ও প্রত্যেক রুমের বৈদ্যুতিক বাল্বসহ বেশ কিছু জিনিস বাড়িতে নিয়ে যান।দায়িত্ব হস্তান্তরের দিন পরিষদ কার্যালয়ে আসবাপত্র কিছুই পাননি নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হামিদ। ফলে তিনি কোনো ফাইলে স্বাক্ষর করেননি।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান এম এ বারী বলেন, ‘আমার পছন্দের কেনা টেবিল ও চেয়ারের পরিবর্তে অন্য টেবিল ও চেয়ার পরিষদে রেখে এসেছি। যেসব অভিযোগ করা হয়েছে সবগুলোর পরিবর্তে আমি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আরও আসবাবপত্র দিয়েছি। ঈর্ষান্বিত হয়ে একটা মহল আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।’ দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, ‘অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে