বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ০৭:২৮:২৬

তাহিরপুরে শ্রমিক মৃত্যুর ঘটনা ধামা চাপার চেষ্টা

তাহিরপুরে শ্রমিক মৃত্যুর ঘটনা ধামা চাপার চেষ্টা

মোজাম্মেল আলম ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের লাউড়গড় বিজিবি ক্যাম্পের সামনে জিরো পয়েন্টে যাদুকাটা নদীতে অবস্থিত অবৈধ পাথর কোয়ারীতে শাজাহান মিয়া (৪৫) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। ময়না তদন্ত ছাড়াই গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ওই শ্রমিকের লাশ লাফন করা হয়েছে। নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। কারণ সম্প্রতি টেকেরঘাট সীমান্তের বিজিবি ক্যাম্প সংলগ্ন বিসিআইসির চুনাপাথর খনি প্রকল্পে পাহাড়ি টিলা কেটে চোরাচালানীরা অবৈধ ভাবে চুনাপাথর উত্তোলন করতে গিয়ে লাল জাহান বেগম(৩৮) নামের এক মহিলা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এই ঘটনাটিও ধামাপাচা দেওয়া হয়। এছাড়াও চাঁরাগাঁও সীমান্তের লালঘাটে কয়লা পাচাঁর করার সময় চোরাই কয়লার গুহায় পড়ে ১জন,চাঁরাগাঁও,কলাগাঁও ছড়ায় ৩জন,বালিয়াঘাট সীমান্তের লাকমা ও টেকেরঘাটে ৪জন,চাঁনপুর সীমান্তে ২জন ও লাউড়গড়ে বিএসএফের তাড়া খেয়ে যাদুকাটার নদীতে ডুবে ৫জনের মৃত্যু হলেও আজ পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তাছাড়া কয়লা ও ঘোড়া পাচাঁরের জন্য ৪চোরাচালানীকে সম্প্রতি চাঁনপুর ও লাউড়গড় সীমান্ত থেকে ধরে নিয়ে যায় ভারতীয় পুলিশ ও বিএসএফ। এত কিছুর পরেও সীমান্ত আইনের নেই সঠিক প্রয়োগ। বাংলাদেশ ও ভারত সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১৫০গজ দূরত্বে উভয় দেশের লোকজন অবস্থান করার আইনগত নিয়ম থাকলেও এখানে তা কেউ মানছেনা। তাই অহরহ হচ্ছে চোরাচালান,অনিয়ম,দূর্নীতি ও দূর্ঘটনা। আর সব কিছুই দেওয়া হচ্ছে ধামা চাপা।
পুলিশ ও স্থানীয়রা জানায়,উপজেলার বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিনের ফুফাত ভাই বোরহান উদ্দিনসহ এলাকার প্রভাবশালী ব্যক্তিরা লাউড়গড় সীমান্তের বাংলাদেশ-ভারত সীমান্ত পিলার নং-১২০৩ সংলগ্ন জিরো পয়েন্টে ও ভারতে অংশে যাদুকাটা নদীতে প্রায় শতাধিক অবৈধ পাথর কোয়ারী তৈরি করেছে। প্রতিদিন সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কোয়ারী থেকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা অবাধে পাথর বিক্রি করছে। এতেই ক্ষান্ত হয়নি তারা। সিন্ডিকেডের মাধ্যমে সমিতি তৈরি করে ভারতে পাথর কোয়ারী তৈরি করার জন্য প্রতি কোয়ারী ৩হাজার টাকা ও সেই কোয়ারী থেকে পাথর পরিবহণের জন্য প্রতিটি লড়ি থেকে ৩হাজার টাকা করে চাঁদা নিয়েছে। এছাড়াও প্রতিদিন রাস্তা মেরামতের নামে প্রতি লড়ি থেকে ১শত টাকা করে চাঁদা উত্তোলন করা হচ্ছে। বিজিবি ও প্রভাবশালী ব্যক্তিদের নামে এসব চাঁদার টাকা উত্তোলন করছে লাউড়গড় গ্রামের বিজিবি সোর্স পরিচয়ধারী এরশাদ মিয়া,জমির মিয়া,আসাদ মিয়া,আমিন মিয়া ও ডিবিন মিয়া। প্রতিদিনের মতো গতকাল বুধবার দুপুরে ভারতের জিরো পয়েন্টে অবস্থিত অবৈধ পাথর কোয়ারীতে ২থেকে ৩ফুট গভীর করে অবৈধভাবে পাথর উত্তোলন করার সময়,পাথর কোয়ারীর বালির নিচে ৩শ্রমিক চাপা পড়ে। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা করে শ্রমিক শাজাহান মিয়াকে মৃত উদ্ধার করে এলাকাবাসী। আর ২শ্রমিককে আশংকাজনক অবস্থায় দ্রুত সুনামগঞ্জ পাঠনো হয়।
এব্যাপারে লাউড়গড় বিজিবি ক্যাম্পের কমান্ডার সাঈদ বলেন,পাথর কোয়ারীর বালির নিচে চাপা পড়ে শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছি কিন্তু কেউ মারা যাওয়ার খবর পাইনি।
অন্যদিকে বালিয়াঘাট সীমান্তের লাকমা ছড়া,টেকেরঘাট সীমান্তের টেকেরঘাট ছড়া,চুনাপাথর খনি প্রকল্প,বড়ছড়া,বুরুঙ্গাছড়া,রজনী লাইন,চাঁনপুর সীমান্তের নয়াছড়া,চাঁরাগাঁও সীমান্তের কলাগাঁও ছড়া,এলসি পয়েন্ট,জঙ্গলবাড়ি,বীরেন্দ্র নগর সীমান্তের লামাকাটা,বাগলী ও লাউড়গড় সীমান্তের বারেকটিলা,পুরান লাউড় এলাকা দিয়ে প্রতিদিন ভারত থেকে পাচাঁর করা হচ্ছে পাথর,কয়লা,মদ,বিড়ি,গাঁজা,হেরুইন,ইয়াবা,কাঠ ও ঘোড়া। এসবের বিনিময়ে ভারতে যাচ্ছে মাছ,হাস,মুরগির মাংস,ভৈজ্য তেল,সিরামিক,মোবাইল সিমসহ অন্যান্য দেশীয় পন্য।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ শ্রমিক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সীমান্তের অনিয়ম নিয়ে পুলিশ কোন পদক্ষেপ নিতে গেলে বিজিবি বাধা প্রদান করে,লাউড়গড় সীমান্তে শ্রমিক নিহতের ঘটনার প্রেক্ষিতে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন বলেন,সীমান্তের সকল প্রকার অনিয়ম ও চোরাচালান বন্ধের ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
১০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে