সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯, ১০:৫৯:৪৯

জনস্বার্থে ৫ ফুট ভূমি ছেড়ে দেওয়া পররাষ্ট্রমন্ত্রীর বাসার প্রধান ফটকের দেয়াল ভাঙলেন মেয়র

জনস্বার্থে ৫ ফুট ভূমি ছেড়ে দেওয়া পররাষ্ট্রমন্ত্রীর বাসার প্রধান ফটকের দেয়াল ভাঙলেন মেয়র

সিলেট: সিলেট নগরের প্রায় সবকটি সড়ক প্রশস্থ করছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এবার ধোপাদিঘীরপাড়-বন্দরবাজার সড়ক প্রশস্থ করতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসা হাফিজ কমপ্লেক্সের দেয়াল ভাঙার কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী গত শনিবার হাফিজ কমপ্লেক্সে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমিনের বড় ভাই সাবেক সচিব ড. এ কে আব্দুল মুবিনের কাছে সড়ক প্রশস্থকরণের জন্য ৫ ফুট ভূমি ছেড়ে দেয়ার অনুরোধ জানালে জনস্বার্থে সড়কের জন্য ৫ ফুট ভূমি ছেড়ে দেন তিনি। এরপর সোমবার হাফিজ কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের গাছ কাটা ও দেয়াল ভাঙার কাজ শুরু করা হয়।

সড়ক প্রশস্থকরণের ধারাবাহিকতার অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাড়ির প্রধান ফটকের দেয়াল ভাঙার কাজ শুরু হয় বলে জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

মেয়র বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বাসা হাফিজ কমপ্লেক্সের ভূমি জনস্বার্থে ছেড়ে দেয়া দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পরিবারের সদস্যরা ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে