মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯, ০৩:৩০:২৪

শায়খুল হাদীস মুফতি মাওলানা যাকারিয়্যাহ’র জানাজায় লাখো মুসল্লি

শায়খুল হাদীস মুফতি মাওলানা যাকারিয়্যাহ’র জানাজায় লাখো মুসল্লি

আব্দুল্লাহ আল নোমান :  জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ.) সিলেটের মুহতামিম শায়খুল হাদীস মুফতি আবুল কালাম যাকারিয়্যার দাফন সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে দরগাহ মাদরাসার হিফজ বিভাগের ছাত্রাবাসের সামনে তাকে দাফন করা হয়।

এর আগে বেলা ১১টায় নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে এই আলেমের নামাজে জানাজায় লাখো মুসল্লি অংশ নেন।

মাওলানা যাকারিয়্যাকে শেষবারের মতো দেখতে ও জানাজায় অংশ নিতে সিলেট ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসে মানুষ; ফলে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠ ছাড়াও আশপাশের সড়ক লোকে লোকারণ্য হয়ে যায়।

জানাজার নামাজে ইমামতি করেন দরগাহ মাদ্রাসার নবনির্বাচিত মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি মুহিবুল হক গাছবাড়ি। এতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, প্রাক্তন মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, প্রাক্তন সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, প্রাক্তন সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন প্রমুখ অংশ নেন।

সোমবার বিকেল পৌনে ৫টার দিকে মাদরাসা থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

সিলেটের বিশিষ্ট এই আলেম দাওয়াতুল হক বাংলাদেশের সিলেট জেলার আমীরের দায়িত্বে ছিলেন। তিনি দাওয়াতুল হকের আমির ও গুলশান আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমূদুল হাসানের অন্যতম খলিফা।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি খলিফায়ে মাদানি আল্লামা আব্দুল হক শায়খে গাজিনগরী রহ. এর জামাতা। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়।-রাইজিংবিডি ডট কম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে