বুধবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪৬:৫৯

জালে ধরা পড়লো ৪ মণ ওজনের বাঘাইড় মাছ

জালে ধরা পড়লো ৪ মণ ওজনের বাঘাইড় মাছ

সিলেট: প্রায় চার মণ ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে কুশিয়ারায় । সকালে স্থানীয় জেলেদের জালে ধরা পড়ে বিশালাকৃতির মাছটি। এ সময় জেলেরা মাছটিকে লেজে বেঁধে পানিতেই জিইয়ে রাখেন।

পরে বিকালে মাছটি নগরের লালবাজারে বিক্রির জন্য তোলা হয়। তবে এতো বড় মাছ একসঙ্গে কেনার ক্রেতা না থাকায় তা কেটে বিক্রির জন্য মাইকিং করিয়েছেন সংশ্লিষ্টরা।

লালবাজারের ব্যবসায়ী মখলিছুর রহমান জানান, প্রায় চার মণ ওজনের মাছটি জেলেদের কাছ থেকে কিনে এনেছেন। তবে কত টাকা দিয়ে কিনেছেন তা অপ্রকাশিত রেখেছেন। মাছটি কেটে আড়াই হাজার টাকা কেজি দরে বিক্রি করা হবে, এজন্য মাইকিং করা হয়েছে।

মখলিছুর রহমান আরও বলেন, মাছ ব্যবসায়ীরা এরইমধ্যে মাছের অংশ নিতে ৫০ জনের বেশি নিজেদের মোবাইল নম্বর দিয়ে নাম তালিকাভুক্তি করে গেছেন।

লালবাজারে বিক্রির জন্য তোলা হয় মাছটি, যা দেখতে ভিড় করেন উৎসুক জনতা।সরেজমিন দেখা গেছে, নগরের বন্দরবাজারের লালবাজারে মাছটি দেখতে ভিড় করছেন উৎসুক লোকজন। অনেকেই মাছের ছবি তুলে নিচ্ছেন। কেউবা মাছের সঙ্গে তুলছেন সেলফি।

কয়েক মাস আগেও প্রায় ৪ মণ ওজনের আরেকটি বাঘাইড় লালবাজারে মাইকিং করে কেটে আড়াই হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে