বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯, ১২:০৮:৪৮

সিলেটে ঢুঁকে পড়েছে ভারতীয় মহিষ, তাণ্ড'বে চেয়ারম্যানসহ আহ'ত ১৫

সিলেটে ঢুঁকে পড়েছে ভারতীয় মহিষ, তাণ্ড'বে চেয়ারম্যানসহ আহ'ত ১৫

সিলেট থেকে : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভারতীয় এক মহিষের তা'ণ্ড'বে সাবেক চেয়ারম্যানসহ ১৫ জন আ'হ'ত হয়েছেন। বুধবার উপজেলার ভোলাগঞ্জ, পাড়ুয়া, কাঁঠালবাড়ি, লম্বাকান্দি গ্রামে বাসিন্দারা এই হা'ম'লার শি'কা'র হন।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সীমান্ত দিয়ে হঠাৎ করে বাংলাদেশের লোকালয়ে ঢু'কে পড়ে ভারতীয় একটি মহিষ। একপর্যায়ে ভোলাগঞ্জ, শাহ আরেফিন বাজার ও পাড়ুয়া এলাকার লোকজন মহিষটিকে আ'ট'ক করার চেষ্টা করেন।

এ সময় মহিষের আক্র'মণে ৭ জন, এ ছাড়া কাঁঠালবাড়ি ও লম্বাবাড়ি গ্রামে মহিষের হা'ম'লায় আরও ৮ জন আহ'ত হন। আহ'তরা হলেন- রিয়াজ আলী, আবদুল হাসিম, জামাল উদ্দিন, আবুল কালাম ও আবদুল গণি। 

এর মধ্যে আহ'ত জামাল উদ্দিনকে গু'রু'তর অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে উত্তর রনিখাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজির উদ্দিন তার লাইসেন্সধারী ব'ন্দু'ক দিয়ে মহিষটিকে গু'লি করেন। কিন্তু গু'লি ল'ক্ষ্যভ্র'ষ্ট হওয়ায় ক্ষি'প্ত মহিষের হা'ম'লায় তিনিও গু'রু'ত'র আহত হন।

পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন জানান, 'মহিষটি ধ'রতে সিলেটের বন কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা ও ওসির সহায়তা চাওয়া হয়েছে।' কোম্পানীগঞ্জের ওসি তাজুল ইসলাম জানান, 'মহিষটির আক্র'মণে কয়েকজন আহ'ত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে