শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯, ০৬:২৭:১৫

ট্রাকভর্তি পেঁয়াজসহ দুইজনকে আটক করল র‌্যাব

ট্রাকভর্তি পেঁয়াজসহ দুইজনকে আটক করল র‌্যাব

নিউজ ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা ট্রাকভর্তি পেঁয়াজসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৯। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের ক্যান্টনমেন্ট এলাকার বটেশ্বর বাজার থেকে ট্রাকভর্তি পেঁয়াজসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিলেটের গোয়াইনঘাট এলাকার মিত্রিকেল গ্রামের বাসিন্দা আবদুল হকের ছেলে লায়েছ উদ্দিন ও রাজশাহীর গোয়ালিয়া থানার উপভাদ্রা এলাকার আরমান আলীর ছেলে মো. মিরাজ আলী।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, দুই হাজার ২৪০ কেজি পেঁয়াজ বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারিরা। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা।

তিনি আরও জানান, চোরাকারবারিরা তামাবিলের জাফলং এলাকা দিয়ে অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা পেঁয়াজ ঢাকায় মজুত করার জন্য নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৌকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, পেঁয়াজের বাজার আরও অস্থিতিশীল করতে আটকরা এমনটা করছিল। আটকদের মহানগর পুলিশের হজরত শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে