সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯, ১০:০০:৫৭

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি সিলেটের তৈয়ব আলী আর নেই

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি সিলেটের তৈয়ব আলী আর নেই

সিলেট: বিশ্বের সবচেয়ে বয়'স্ক ব্যক্তি সিলেটের ফেঞ্চুগঞ্জের তৈয়ব আলী (১৩৫) আর নেই (ইন্নালিল্লাহি..রাজিউন)। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার যুধিষ্ঠিপুর গ্রামের নিজ বাড়িতে ই'ন্তেকা'ল করেন তিনি।

১৮৮৪ সালে জন্ম নেয়া এ মানুষটি বিশ্বের সবচেয়ে বয়'স্ক ব্যক্তি হিসেবে দাবি তার পরিবারের। তার বয়স হয়েছিল ১৩৫ বছর। সবচেয়ে প্রবীণ এ মানুষটির ১০ ছেলে, তিন মেয়ে আর নাতি-নাতনিসহ ৬৯ জনের বিশাল পরিবার রেখে চ'লে গেছেন। দেশের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তৈয়ব আলীর মৃ'ত্যুর সংবাদে শো'ক নেমে আসে এলাকাজু'ড়ে।

সোমবার বাদ এশা শাহ সৈয়দ আলী (রহ.) মসজিদ প্রাঙ্গণে মরহু'মের জানা'জা শেষে দাফ'ন সম্পন্ন হয়। নিহ'তের নাতি রাজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

মৃ'ত্যুর আগ পর্যন্ত বেশ শক্ত-সামর্থ্যবান ছিলেন ১৩৫ বছর বয়সী তৈয়ব আলী। হাঁটা-চলাও করতেন স্বাচ্ছ'ন্দ্যে। নিজের কাজগুলো নিজ হাতেই করতে পছন্দ করতেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ হয়। ওই সময় বিশ্বের সবচেয়ে বয়'স্ক ব্যক্তি হিসেবে তৈয়ব আলীর নাম গিনেস ওয়ার্ল্ড বুকে তালিকাভুক্ত করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছিলেন তৎকালীন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক।

১৩৫ বছর বয়সী দীর্ঘদেহী এ মানুষটি ১৮৮৪ সালে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযু'দ্ধ ও দেশ বিভাগ থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযু'দ্ধ সব তার স্মৃতি'তে অমলিন ছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে