সোমবার, ২১ অক্টোবর, ২০১৯, ০৭:৪১:৪৩

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ'র গু'লিতে বাংলাদেশি যুবক নিহ'ত

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ'র গু'লিতে বাংলাদেশি যুবক নিহ'ত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কান্দাল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গু'লিতে এক বাংলাদেশি যুবক নিহ'ত হওয়ার খবর পাওয়া গেছে। 
নিহ'ত বাংলাদেশি যুবক শীকান্ত রায় (৩০) হরিপুর উপজেলার আমগাঁও কালচা গ্রামের খেলুরামের ছেলে।

রবিবার সন্ধ্যা ৬টার সময় এ ঘটনা ঘটলেও সোমবার দুপুরে খবর জানিয়েছে নিহ'তের পরিবারের লোকজন। তবে বিজিবি'র পক্ষ থেকে বলা হচ্ছে এখন পর্যন্ত বিএসএফ কোনো ধরনের মেসেজ দেয়নি।

মৃ'ত্যুর খবর নিশ্চিত করে শ্রীকান্তের ভাই কালুকান্ত মুঠোফোনে জানান, রবিবার সন্ধ্যার সময় ভারতের পাঞ্জাবে ইট ভাটায় কাজ করার উদ্দেশে অবৈধ পথে কান্দাল সীমান্ত দিয়ে ভারতের খোচাবাড়ী ক্যাম্পের সন্নিকটে পৌঁছালে বিএসএফ গু'লি করে। এতে নিহ'ত হয় শ্রীকান্ত।

তিনি আরও বলেন, সারারাত শ্রীকান্তের ম'রদে'হ পড়ে ছিল। সকালে খোচাবাড়ী সীমান্তের বিএসএফ সদস্যরা লা'শ তুলে নিয়ে গেছে। আমরা সকাল থেকে বিজিবি'র মাধ্যমে বিএসএফ'র সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এখন পর্যন্ত বিএসএফ'র পক্ষ থেকে কোনো পত্র কিংবা জবাব দেয়নি।

হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পাভেল সরকার মুঠোফোনে বলেন, নিহ'তের পরিবারের লোকজন বলার পর আমি কান্দাল বিজিবি ক্যাম্পে গিয়েছিলাম। বিজিবি'র সদস্যরা ভালোভাবে ঘটনা সম্পর্কে কিছু জানাতে পারেনি। তবে পরিবারের লোকজন লা'শ ফেরত নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে