মঙ্গলবার, ০৮ মার্চ, ২০১৬, ০৫:৪৫:০৪

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোঃ রাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধি: "অধিকার মর্যাদায় নারী -পুরুষ সমানে সমানে " এই শ্লোগান কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালী হয়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ঠাকুরগাঁও কালেক্টর চত্বর থেকে  একটি বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালী টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে একই জায়গায় একটি সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।

র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ঠাকুরগাঁওয়ে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা জাহান লিটা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব সাদেক কুরাইশি প্রশাসক জেলা পরিষদ ,জেলা মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার শ্রী জীতেন্দ্রাথ দত্ত রায় সহ নারী নেতৃবৃন্দগন ,আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক জনাব মূখেশ চন্দ্র বিশ্বাস।

বক্তরা বলেন, বর্তমান সরকার নারী উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। এবং নারীরা  যৌতুকের জন্য যেন নির্যাতনের শিকার না হয় সে জন্য আইন প্রনয়নের ব্যবস্থা নিয়েছে। এতে নারীরা এখন স্বাধীন ভাবে চলাফেরা করতে পারে বলে জানান।

র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন এনজিও ও মহিলা বিষয়ক সংস্থা সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

উল্লেখ্য যে ,আলোচনা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
৮ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে