বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ০৭:০৭:৫৯

মস্কোকে কঠোর হুঁশিয়ারি দিলেন তুর্কি প্রেসিডেন্ট

মস্কোকে কঠোর হুঁশিয়ারি দিলেন তুর্কি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: রুশ যুদ্ধবিমানের এক দিনের ব্যবধানে দু বার নিজ দেশের আকাশসীমা লঙ্ঘণ করে তুরস্কের আকাশসীমায় প্রবেশ করায় মস্কোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। সিরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর সময় রোববার ও মঙ্গলবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতাই প্রদেশের ইয়ালাদাগি এলাকার আকাশসীমায় প্রবেশ করেছিল একটি রুশ বিমান।

এ ঘটনায় রাশিয়ার সমালোচনা করে প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, তাদের এ ধরণের আচরণে তিনি ধৈয্য হারিয়ে ফেলেছেন। তিনি মস্কোকে সতর্ক করে দিয়ে আরো বলেছেন,‘তুরস্কের বিরুদ্ধে যে কোনো হামলা ন্যাটোর বিরুদ্ধে হামলা হিসেবে ধরে নেয়া হবে।’ মঙ্গলবার ব্রাসেলস সম্মেলনে অংশ গ্রহণকালে এ মন্তব্য করেন এরদোগান।

তিনি বলেন, এর ফলে রাশিয়া আঙ্কারার বন্ধুত্ব হারাতে পারে। তুরস্কের বিরুদ্ধে আগ্রাসনের অর্থ হচ্ছে ন্যাটো জোটের বিরুদ্ধে আগ্রাসন। সিরিয়া থেকে রুশ যুদ্ধবিমানের তুরস্কের আকাশসীমায় প্রবেশ নিয়ে ন্যাটো এবং তুরস্ক উভয়েই মস্কোর ওপর চাপ বাড়াচ্ছে।

তবে এবিষয়ে ন্যাটো বলছে, আকাশসীমা লঙ্ঘনের ঘটনাটি দেখে কোন দুর্ঘটনা বলে মনে হয়নি। ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টল্টেনবার্গ বলেছেন, ওই ঘটনার বিষয়ে রাশিয়া বাস্তব কোনো ব্যাখ্যা এখনো দিতে পারেনি।

এর আগে আকাশসীমা লঙ্ঘণের এ ঘটনায় সোমবার রুশ রাষ্ট্রদূতকে দ্বিতীয়বারের মত তলব করেছিল আঙ্কারা সরকার। তবে রাশিয়া বলছে, শনিবার মাত্র কয়েক সেকেন্ডের জন্য তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়েছিল তাদের বিমানটি এবং আবহাওয়া খারাপ থাকার কারণেই এমনটি হয়েছিল। তবে রোববারের আকাশ সীমা লঙ্ঘণ নিয়ে কোনো বিবৃতি দেয়নি মস্কো।

এদিকে, রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিয়ায় বিমান হামলা সমন্বয়ের বিষয়ে একটি যৌথ সামরিক কার্যনির্বাহী পরিষদ গঠনের পরামর্শ দিয়েছে তুরস্ক। তবে আঙ্কারা বিষয়টি এখনো নিশ্চিত করেনি।
০৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে