বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০৫:৩৯:০৯

মাঝ আকাশে পাইলটের মৃত্যু, বিমান সামাল দিয়েছেন যিনি

মাঝ আকাশে পাইলটের মৃত্যু,  বিমান সামাল দিয়েছেন যিনি

আন্তর্জাতিক ডেস্ক : বিমান চালাতে চালাতে মাঝ আকাশে হঠাত্ই মৃত্যু হলো পাইলটের। পরিস্থিতি সামাল দিতে হাল ধরেন সহ-পাইলট। আমেরিকান এয়ারলাইন্সের এ-৩২০ বিমানেই এই দুর্ঘটনা ঘটে। বিমানটি স্থানীয় সময় রাত ১১.৫৫ মিনিটে ১৪৭ জন যাত্রী নিয়ে ফিনিক্স থেকে বস্টনে যাচ্ছিল।

বিমান সংস্থা সূত্রে খবর,  ওড়ার কিছু ক্ষণ পরেই অসুস্থ বোধ করেন পাইলট মাইকেল জনস্টন। পরে মৃত্যুও হয় তার। জনস্টনের মৃত্যুর পরেই বিমানের হাল ধরেন সহ-পাইলট। নিউইয়র্কের সাইরাকজ বিমানবন্দরে জরুরি অবতরণ করান তিনি।   

মেডিক্যাল পরীক্ষা করে দেখা যায় স্বাভাবিক ভাবেই মৃত্যু হয়েছিল জনস্টনের।

এখন প্রশ্ন উঠছে, যদি ও রকম পরিস্থিতিতে সহ-পাইলট যদি মাথা ঠান্ডা না রাখতে পারতেন তা হলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। কিন্তু যে ভাবে তিনি ১৪৭ জন যাত্রীকে নিরাপদে অবতরণ করান সে জন্য যাত্রী থেকে বিমান কর্মীদের সকলেই প্রশংসা করেন।

৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে