বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০৫:১৭:৪৩

এবার আইএস জঙ্গিদের জলপথে তাড়া করছে রুশ রণতরি

এবার আইএস জঙ্গিদের জলপথে তাড়া করছে রুশ রণতরি

আন্তর্জাতিক ডেস্ক: আইএস জঙ্গিদের সিরিয়া দখন করে নিজেদের ঘাঁটি তৈরি করে রেখেছে। এবার তাই আকাশপথের পাশাপাশি জলপথেও আইএস জঙ্গিদের সিরিয়া থেকে তাড়াতে নামানো হল রাশিয়ান রণতরি। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, ক্যাসপিয়ান সাগরে রুশ রণতরি নামানো হয়েছে। গত সপ্তাহ থেকে সিরিয়ায় আইএস জঙ্গি বিরোধী অভিযান শুরু করেছে রাশিয়া। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে খবর, রাশিয়া এখন জঙ্গিদের বিরুদ্ধে অল আউট অভিযানে নেমেছে।

বুধবার সকাল থেকে সিরিয়ায় জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে চারটি রুশ রণতরি থেকে অন্তত ২৬ বার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সে কথা প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেনও। শোইগু স্পষ্ট করেছেন, সবকটি হামলাই জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে করা হয়েছে এবং একজনও সাধারণ মানুষ আহত হননি।

অন্যদিকে, সিরিয়ার এক প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ার মধ্যাঞ্চলে জমিতেও জঙ্গিদের বিরুদ্ধে কড়া আক্রমণ চালানো হচ্ছে। একটানা আক্রমণ করেই যাচ্ছে রাশিয়ান সেনা। পাশাপাশি আকাশ থেকে ক্ষেপণাস্ত্র হামলা তো অব্যাহত রয়েছেই।
০৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে