বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০৫:৫৭:২৮

সাহিত্যে নোবেল পেলেন সভেতলানা অ্যালেক্সিভিচ

সাহিত্যে নোবেল পেলেন সভেতলানা অ্যালেক্সিভিচ

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স`র মহাসচিব গোরান কে হ্যানসন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেন। বেলারুশের লেখক, সাংবাদিক সভেতলানা অ্যালেক্সিয়াভিচকে এ বছর সাহিত্যে নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করাহয়।

আজ বৃহস্পতিবার সুইডেনের নোবেল অ্যাসেম্বলি এই পুরস্কার ঘোষণা করে। শুক্রবার শান্তি এবং ১২ অক্টোবর সোমবার অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

প্রায় অর্ধশত বছর পরে কোনো নন ফিকশন লেখক সাহিত্যে নোবেল জিতলেন। শুধু তাই নয় প্রথম সাংবাদিক হিসেবে এই গৌরব তিনি অর্জন করেছেন। নোবেল প্রাইজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বলা হয়, সেতলানা অ্যালেক্সিভিচের লেখা আমাদের সময়ের কষ্ট ও সাহসের স্মারক। ৬৭ বছর বয়সী অ্যালেক্সিয়াভিচ একজন রাজনৈতিক লেখক। গত বছরও এ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন তিনি। রয়্যাল সুইডিশ একাডেমির সভাপতি সারা ডানিয়াস তার লেখাকে এ সময়ের অন্যতম সাহসিকতার প্রতীক বলে মন্তব্য করেছেন।

মিনস্ক ইউনিভার্সিটির সাংবাদিকতায় অ্যালেক্সিভিচ কাজ করেছেন বেলারুশের সেল স্কাসা গাজেত্তা পত্রিকায়। ১৯৭২ সাল থেকে সাংবাদিকতা শুরু করা অ্যালেক্সিয়েভিচ এর প্রথম বই ‘ওয়ারস আনওমেনলি ফেস’ প্রকাশিত হয় ১৯৮৫ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া নারীদের সাক্ষাতকারের উপর ভিত্তি করে লিখেছেন এটি। এরপর সোভিয়েত রাশিয়ার যুগ ব্যক্তির দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তার ‘ভয়েসেস অব ইউটোপিয়া’ বইয়ে।

তিনি ১৯৪৮ সালের ৩১ মে ইউক্রেনের আইভানো ফ্রাঙ্কভিস্ক শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন বেলারুশীয় এবং মা ছিলেন ইউক্রেনীয়। সেনাবাহিনী থেকে তার বাবা অবসর গ্রহনের পর তারা স্বপরিবারে বেলারুশে স্থায়ী হন। বাবা মা দুজনেই স্কুলশিক্ষক হিসেবে যোগ দেন।

রীতি অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে সভেতলানা অ্যালেক্সিভিচের হাতে ৮০ লাখ সুইডিশ ক্রোনার (৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার) ও একটি সনদ প্রদান করা হবে।

উল্লেখ্য, ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রদানের পদ্ধতি চালু রয়েছে। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুযায়ী মোট ছয়টি বিষয়ে এই পুরস্কার দেওয়া হয়। বিষয়গুলো হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি। এই পুরস্কার এখন পর্যন্ত মোট ১১১ জনকে দেওয়া হয়েছে। এর মধ্যে ১৪ তম নারী হিসেবে সাহিত্যে নোবেল জিতলেন তিনি।
০৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে