বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০৭:৪৮:৩৫

কীভাবে লালুর ঠিকানা পেল শয়তান : মোদি

কীভাবে লালুর ঠিকানা পেল শয়তান : মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ‌‘হিন্দুরাও গরুর মাংস খায়’ বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবের এমন মন্তব্যে বেজায় চটেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

তিনি বলেছেন, লালুর এমন মন্তব্য যাদব সম্প্রদায়কে অপমানিত করা হয়েছে।  কীভাবে তার শরীরে শয়তান প্রবেশ করে এমন মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার বিহারের মুঙ্গের এবং বেগুসারাইয়ে এক নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

সমাবেশে তিনি লালু প্রসাদ ও জঙ্গল রাজের সমালোচনা করে বক্তব্য রাখেন।

লালু প্রসাদকে উদ্দেশ করে মোদি বলেন, আপনি যখন মন্তব্য করেন তখন তারা কী খায় তা নিয়ে, এটা কী তাদের অপমান নয়? নির্বাচন আসবে এবং যাবে।  কিন্তু লালুর স্মরণ করা উচিত, যাদবদের কারণেই সে ক্ষমতায় এসেছিল।

নরেন্দ্র মোদি বলেন, গত সপ্তাহে লালু প্রসাদ বলেছিলেন, কারো খাবার অভ্যাসের কারণে হত্যা করা অন্যায়।  অনেক হিন্দুও গরুর মাংস খায়।  এমন মন্তব্য করে তিনি বিতর্ক তৈরি করেছেন অভিযোগ মোদির।

তিনি বলেন, সে যখন এমন মন্তব্য করে তখন এক শয়তান তার শরীরে প্রবেশ করেছিল।  তিনি শয়তানকে আরো উৎসাহিত করেছেন।  আর এ শয়তান কীভাবেই বা তার ঠিকানা খুঁজে পেল? এমন প্রশ্ন রাখেন তিনি। এমন ব্যক্তি কি কখনো বিহার সরকারের বিশ্বস্ত হতে পারে? সূত্র : টাইমস অব ইন্ডিয়া

৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে