শনিবার, ১০ অক্টোবর, ২০১৫, ১১:৫১:৫৯

তুরস্কে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৬

তুরস্কে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৬

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি শান্তি র‌্যালিতে জোড়া বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮তে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৮৬ জন। এদের মধ্যে ২৮ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা ভর্তি করা হয়েছে।

শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী মেহমেত মেজিনোলুর বরাত দিয়ে এখবর জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।

খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার সকাল ১০টার দিকে আঙ্কারার প্রধান রেলস্টেশনের কাছে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুর ১২টায় পূর্বঘোষিত সমাবেশে অংশ নিতে মানুষ স্টেশনটির আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করলে তাদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। প্রতিবেদনে তুরস্ক সরকারের এক কর্মকর্তা দাবি করেন, ওই দুটি বোমার একটি ছিল আত্মঘাতী।

‘শান্তি ও গণতন্ত্র’ শ্লোগানকে সামনে রেখে তুরস্কের কুর্দি অধ্যুষিত দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান সংঘাত অবসানের আহ্বান জানিয়ে শনিবার আঙ্কারায় ওই শান্তি সমাবেশের ডাক দেয় তুর্কি ট্রেড ইউনিয়ন কনফাডেরশন অব পাবলিক সেক্টর ট্রেডস ইউনিয়ন (কেইএসকে) এবং অন্যান্য কয়েকটি সংগঠন। কর্মসূচিকে সমর্থন দেয় কুর্দি রাজনৈতিক দল এইচডিপিসহ তুরস্কের বেশ কয়েকটি সরকার বিরোধী বামপন্থি রাজনৈতিক দল।

উল্লেখ্য, তুরস্কের কুর্দি অধ্যুষিত এলাকায় বিচ্ছিন্নতাবাদী পিকেকে বিদ্রোহীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত তুর্কি সামরিক বাহিনী। কয়েক দশক আগে শুরু হওয়া এ গৃহযুদ্ধে কমপক্ষে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে অধিকাংশই বেসামরিক।-বিবিসি
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে