সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ০২:২৩:৫৮

পয়সা কুড়াতে গিয়ে যুবকের মৃত্যু

পয়সা কুড়াতে গিয়ে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: শুভ মহালয়া আজ। হিন্দু ধর্মমতে এই দিনে দুর্গা দেবী মর্ত্যলোকে পা রাখেন। এই দিনেই দেবীর চক্ষুদান করা হয়। আর এই দিনেই  অবসান পিতৃপক্ষের। এ দিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। মহালয়া মানেই মায়ের পূজার ছয় দিনের প্রতীক্ষা।

সোমবার সকাল থেকেই কলকাতার সব ঘাটেই হাজার হাজার মানুষের ভিড়। পূর্বপুরুষদের আত্মার শান্তিকামনায় উদ্দেশে মন্ত্রপাঠের সঙ্গে চলছে গঙ্গায় তর্পণ (পয়সা নিক্ষেপ)। এই তর্পিত পয়সা কুড়াতে গিয়ে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গায় ডুবে মৃত্যু হয়েছে এক বালকের। মৃত বালকের নাম দীপক যাদব (১৩)।

জানা গেছে, সে আরও কয়েকজন ছেলের সঙ্গে সুতোয় চুম্বক বেঁধে জলের নীচ থেকে লোকের ফেলা পয়সা সংগ্রহ করছিল। পয়সা তুলতে গিয়ে একসময় অনেকটা গভীরে চলে যায় সে। সকাল সাড়ে ৭টার দিকে জোয়ার আসতেই আচমকা তলিয়ে যায়। লোকজন তাকে উদ্ধার করলেও, বাঁচানো যায়নি।
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে