রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১২:৫১

দুর্ঘটনার কারণ প্রকাশের ঘোষণা সৌদি বাদশাহর

দুর্ঘটনার কারণ প্রকাশের ঘোষণা সৌদি বাদশাহর

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনার প্রকৃত কারণ বের করে জনসম্মুখে প্রকাশের ঘোষণা দিয়েছেন বাদশাহ সালমান। এজন্য তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবারে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান সৌদির বাদশাহ সালমান। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে তিনি দেখাও করেছেন। এই দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে, তদন্তের ফলাফল প্রকাশ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার মসজিদুল হারাম-এর উপরে শুক্রবার ক্রেন আছড়ে পড়ার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১২৭জন নিহত এবং আরো অন্তত ২৩৭ জন আহত হয়েছে।

তবে বলা হচ্ছে যে, ঘটনার পরপরই আতঙ্কিত মানুষের ছোটাছুটির কারণে পদপিষ্ট হয়ে এবং মসজিদের ভেতরে ছাদের ভগ্নাংশের নিচে চাপ পড়ে ঠিক কত মানুষ আহত হয়েছে তার প্রকৃত সংখ্যা এখনো নির্ণয় করা যায় নি।

কর্তৃপক্ষ বলছে, ঝোড়ো হাওয়া ও তুমুল বৃষ্টির কারণে ক্রেনটি পতিত হয়েছিল।

সৌদি আরবের নির্মাণ খাতে নিরাপত্তা প্রসঙ্গে আগেও উদ্বেগ ছিল। হজ্জ শুরু হবার মাত্র দুই সপ্তাহ বাকি আছে। তার মধ্যেই এই ঘটনা ঘটলো।

এই মাসের শেষের দিকেই সারা দুনিয়ার ধর্মপ্রাণ মুসলিমদের একটি বিরাট অংশ মক্কায় হজ পালনের জন্য আসবেন। এই সংখ্যা এবারে অন্তত ২০ লাখের মতন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি
১৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে