সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:০৮:০৯

কাশ্মিরে গরুর গোশতের পার্টি বিজেপি নেতার, হিন্দুরাও অতিথি

কাশ্মিরে গরুর গোশতের পার্টি বিজেপি নেতার, হিন্দুরাও অতিথি

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মিরে গরুর গোশতের পার্টি দেবেন বিজেপি নেতা খুরশিদ আহমদ মালিক। এতে মুসলিমদের পাশাপাশি রাজ্যের হিন্দুদেরও আমন্ত্রণ জানানো হবে।

সম্প্রতি জম্মু-কাশ্মির হাইকোর্ট রাজ্যে গরুর গোশত বিক্রিতে কড়া নিষেধাজ্ঞা জারির পরির পর তিনি এই পদক্ষেপ নিলেন। তাই এটিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রোববার ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ কাশ্মির এলাকার বিজেপি নেতা খুরশিদ আহমদ মালিক এই ‘বিফ-পার্টি’র আয়োজন করেছেন।

খুরশিদ আহমদ মালিক জানিয়েছেন, হিন্দু এবং মুসলিমকে এই পার্টিতে আমন্ত্রণ জানানো হবে। মুসলিমদের জন্য ‘বিফ’-এর ব্যবস্থা থাকলেও হিন্দুদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবার পরিবেশন করা হবে। তার মতে, এর ফলে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছানো সম্ভব হবে।  

খুরশিদের দাবি, এ ধরণের পার্টি দিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব, ধর্মনিরপেক্ষতা এবং সহিষ্ণুতার মেসেজ পৌঁছানো যাবে।

খুরশিদ আহমদ মালিকের কাছে জানতে চাওয়া হয়, তিনি এ রকম কর্মসূচির জন্য দল থেকে অনুমতি নিয়েছেন কি না? জবাবে খুরশিদ বলেন, ‘এটা ধর্মীয় বিষয়। আমাকে কি মসজিদে যাওয়ার জন্যও দল থেকে অনুমতি নিতে হবে? এই বিষয়ে বিজেপি’র সঙ্গে কোনো সম্পর্ক নেই। মুসলমানদের উন্নয়নের জন্য কাজ করার জন্যই আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম।’

খুরশিদ বলেন, ধর্মীয় বিশ্বাসের সঙ্গে কোনো সমঝোতা করা হবে না। নেতা ছাড়াও আমি একজন মুসলমানও বটে। আদালত আমাদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করছে বলেও তিনি মন্তব্য করেছেন।

খুরশিদ আহমদ মালিক ২০১৪ সালে জম্মু-কাশ্মির বিধানসভা ভোটে বিজেপি’র টিকিটে কোকেরনাগ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সূত্র: নবভারত টাইমস
১৪ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে