সোমবার, ১২ মার্চ, ২০১৮, ০৭:০৮:৪১

এবার ফাঁস হল বাংলাদেশি এয়ারলাইন ইউএস-বাংলার বিধ্বস্ত হওয়ার আসল তথ্য

এবার ফাঁস হল বাংলাদেশি এয়ারলাইন ইউএস-বাংলার বিধ্বস্ত হওয়ার আসল তথ্য

আজ দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশে ৬৭ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় বাংলাদেশি এয়ারলাইন ইউএস-বাংলা। নেপালে পৌঁছানোর পর এটি বিধ্বস্ত হয়।

তবে প্রাথমিকভাবে বিধ্বস্ত হওয়ার কারণ জানা গেলেও এবার বিমানটির দুর্ঘটনায় পড়ার আসল কারণ জানা গেছে। নেপালের সিভিল এভিয়েশন অথোরিটি এ ব্যাপারে জানিয়েছে, দিক ভুল করে রানওয়েতে ল্যান্ড করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে বিমানটি।

এ প্রসঙ্গে নেপালের সিভিল এভিয়েশন অথোরিটির মহাপরিচালক সঞ্জিব গৌতম কাঠমাণ্ডু পোস্টকে বলেন, ‘বিমানটিকে নির্দেশনা দেয় ছিলো কোটেশ্বরের উপর দিয়ে রানওয়ের দক্ষিণ দিক থেকে নামার জন্য। কিন্তু এটি উত্তর দিক থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে।’
তিনি আরও বলেন, ‘আমরা ধারণা করছি কোনো একটি যান্ত্রিক গোলযোগের জন্য এমনটা হয়েছে। এই অদ্ভুত অবতরণের রহস্য উদঘাটনে আমরা এখনও কাজ করে যাচ্ছি।’

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর এ প্রসঙ্গে বলেন, ৭৮ আসনের বোম্বার্ডিয়ার ড্যাশ ৮ কিউ-৪০০ মডেলের উড়োজাহাজটি স্থানীয় সময় ২:২০ মিনিটে বিধ্বস্ত হয়। এসটু-এইউজি নামে নিবন্ধিত ফ্লাইটটি ঢাকা ছেড়েছিলো দুপুর ১:৪৩ মিনিটে।

অন্যদিকে বিমানবন্দরের আরেক মুখপাত্র বীরেন্দ্র প্রসাদ শ্রেষ্ট এ ব্যাপারে জানিয়েছেন, এই মুহূর্তে তারা বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনা ঘটার পরপরই বিমানবন্দরটিতে সবধরণের উড়োজাহাজের ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় নিয়োজিত নেপালের সেনাবাহিনী ৬৭ যাত্রীর মধ্যে এখন পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করেছে বলে জানা যায়।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে