রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮, ০৪:৩৩:১৯

সিরিয়া নিয়ে ট্রাম্পের মন্তব্যে বিতর্কের ঝড়

সিরিয়া নিয়ে ট্রাম্পের মন্তব্যে বিতর্কের ঝড়

আন্তর্জাতিক ডেস্ক: যে দিকে দু’চোখ যাচ্ছে, শুধুই ধ্বংসস্তূপ। শতাধিক মার্কিন ক্ষেপণাস্ত্রের ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়া ঘর-বাড়ি।সিরিয়ার দামাস্কাস ও তার আশেপাশের বেশ কিছু এলাকায় এখন শ্মশানের স্তব্ধতা। এর মধ্যেই টুইট করে নতুন বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার টুইট বার্তায় তিনি বলেছেন, ‘‘মিশন অ্যাকমপ্লিশড, আমরা জিতেছি।’’ ২০০৩ সালে ইরাক যুদ্ধ শুরু হতে না হতেই‘মিশন অ্যাকমপ্লিশড’ অর্থাত্‌ আভিযান সুষ্ঠুভাবে শেষ হয়েছে কথাটা বলে কিন্তু ঠকে গিয়েছিলেন তত্‌কালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ। ‘মিশন’ শেষ হওয়ার আট বছর পরে ২০১১ সালে ইরাক থেকে সেনাবাহিনী সরাতে সক্ষম হয় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে কি জর্জবুশের কথা ধার করে তাঁর মতোই ভুল করলেন ডোনাল্ড ট্রাম্প?

ট্রাম্পের এই টুইটের পরই ক্ষোভে ফেটে পড়ে সোশ্যাল মিডিয়া। তীব্র ভাষায় আক্রমণ করা হয় মার্কিন প্রেসিডেন্টকে। কেউ বলেন, ‘‘একটা জায়গাকে ধ্বংস করে দেওয়ার পর ‘মিশন অ্যাকমপ্লিশড’ কথাটা শুনতে কিন্তু ভাল লাগল না।’’ কেউ আবার বলেছেন, ‘‘ইতিহাসের পুনরাবৃত্তি হলে সেটা কিন্তু প্রহসন হয়ে দাঁড়ায়।’’ নিজের দেশে সমালোচনা সত্ত্বেও হোয়াইট হাউস কিন্তু নিজের অবস্থানে অনড়। রাষ্টপুঞ্জে মার্কিন দূত নিক্কি হ্যালি জানিয়েছেন, সিরিয়ায় বাশার আল আসাদের সরকার যদি সাধারণ মানুষজনের উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ বন্ধ না করে, তবে ফের হামলা চালানো হবে।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, সিরিয়ারবিদ্রোহীদের নিশ্চিহ্ন করার জন্য দুমা এলাকায় রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছেন আসাদের সরকার। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যাই বেশি। আসাদকে শিক্ষা দিতে মার্কিন সেনাবাহিনীর নেতৃত্বে এক যোগে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ব্রিটেন ও ফ্রান্স। এই হামলার তীব্র নিন্দা করে রাশিয়া।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে