বুধবার, ১৩ জুন, ২০১৮, ০৩:০৮:৪২

সিংগাপুর থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়েই দেশে ফিরলেন কিম

সিংগাপুর থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়েই দেশে ফিরলেন কিম

আন্তর্জাতিক ডেস্ক: নিরাপত্তার বালাই তিনি আর তার পদ দুটোই বেশ দামি। তিনি আর কেউ নন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন। তিনি সব সময় কাউকে বিশ্বাস করেন না। তিনি মনে করেন ক্ষমতা থেকে সরাতে তাকে হত্যা করার ষড়যন্ত চলছে।

আর এই সন্দেহের তালিকায় আছে আমেরিকা,ইউরোপ,জাপান এবং নিজের অধিনস্ত একদল উচ্চবিলাসী জেনারেল। খাওয়া দাওয়া গতিবিধি, রুচি-পছন্দ নিয়ে সব সময় রহস্যের ঘেরাটোপে থাকতে পছন্দ করেন তিনি এমনকি নিরাপত্তার কারণে মল-মূত্র, থুতু ফেললেও তা নির্দিষ্ট টয়লেট বক্সে সংরক্ষিত করা হয়।তারপর তা নির্দিষ্ট জৈব-রাসায়ানিক প্রক্রিয়ায় নষ্ট করা হয় তাঁর সুরক্ষিত প্রাসাদের অন্দরমহলেই। আর এবার সিংগাপুর থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়েই দেশে ফিরলেন কিম।

উদ্দেশ্য তার জৈবো যেন শ্ত্রু পক্ষের হাত না লাগে। তাই পেসিডেন্ট ডোনাল ট্রাম্পের সাথে বৈঠকে এর ব্যাতিক্রম ঘটেনি।কিমের সঙ্গে থাকা মেডিক্যাল টিম সিঙ্গাপুরে কিমের যাবতীয় বর্জ্য পদার্থ নির্দিষ্ট বক্সে সংরক্ষণ করেছে।সবটাই এয়ার চায়নার বিশেষ কার্গো বিমানে কিমের সঙ্গে ফেরত যাবে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে। 

সেখানে তা জৈব-রাসায়নিক প্রক্রিয়ায় নষ্ট করা হবে। উত্তর কোরিয়া চায় না কিমের মল-মূত্র, থুতু বা ঘামের কোনও নমুনা মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র হাতে যাক। আমেরিকা ছাড়া বিভিন্ন দেশের সিক্রেট এজেন্টরা এখন গিজ গিজ করছে সিঙ্গাপুরে।

কিম মনে করে তার ডিএন এ দিয়ে আরেকজন কিম তৈরি করা আমেরিকার কাছে পানি ভাতের মত।কমিউনিস্ট একনায়ক কিম এ ব্যাপারে রোমানিয়ার নিকোলাই চাওসেস্কুর পথই অনুসরণ করেছেন। রোমানিয়ার কমিউনিস্ট একনায়ক চেসেস্কু একসময় এরকমই কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকতেন। কিন্তু গণঅভ্যুত্থান ও সেনার গুলিতে নিজের অকাল মৃত্যু তিনি ঠেকাতে পারেননি।
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে