বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮, ১১:২৯:৩২

'দক্ষিণ চীন সাগরে আকস্মিক যুদ্ধ বেধে যেতে পারে'

'দক্ষিণ চীন সাগরে আকস্মিক যুদ্ধ বেধে যেতে পারে'

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ চীন সাগরে চীনা সরকারকে সংযত আচরণ করতে বলেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে। তিনি বলেছেন, ‘চীন সংযত আচরণ না করলে যেকোনো সময় চলমান উত্তেজনা আকস্মিক যুদ্ধে রূপ নিতে পারে।’

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মালাকানাং প্যালেসে মঙ্গলবার ভাষণ দেয়ার সময় দুতার্তে জানান, তীব্র প্রতিযোগিতাপূর্ণ অঞ্চলটি যুদ্ধের সূতিকাগারে রূপান্তরিত হতে পারে। তিনি বলেন, ‘আমি আশা করি, চীন অন্তত তাদের আচরণ সংযত করবে। আমি চীনের সাথে ঝগড়া করতে চাই না।’

দক্ষিণ চীন সাগর নিয়ে কয়েক দশক ধরে আঞ্চলিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ফিলিপাইন ও চীন। তা ছাড়া এ সাগরের মালিকানা নিয়ে চীনের সাথে ভিয়েতনাম, তাইওয়ান, মালয়েশিয়া ও ব্রুনেইরও দ্বন্দ্ব রয়েছে। দণি চীন সাগরের অধিকাংশ এলাকা নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং। সেখানে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে তারা স্প্রাটলি ও প্যারাসেল নামের দু’টি কৃত্রিম দ্বীপ প্রতিষ্ঠা করেছে।

এ দিকে সিনহুয়া জানায়, ফিলিপাইনের মধ্যাঞ্চলে গতকাল বুধবার পুলিশের সাথে সংঘর্ষে সাত সন্দেহভাজন বামপন্থী বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে এন্টিক প্রদেশের সানজোস শহরের একটি গ্রামে উভয় পরে মধ্যে এ সংঘর্ষ ঘটে। নিউ পিপল’স আর্মির (এনপিএ) বিদ্রোহীরা পুলিশের একটি দলকে ল্য করে গুলি ছুড়লে উভয়পে মধ্যে সংঘর্ষ বেধে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে