শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৩:১০:২৫

কোহিনূর ফেরানোর দাবি করল পাকিস্তান

কোহিনূর ফেরানোর দাবি করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেন থেকে কোহিনূর ফিরিয়ে আনা হোক পাকিস্তানে। এই দাবিতে এবার পিটিশন পেশ হল লাহোর হাইকোর্টে। জাভেদ ইকবাল জাফরি নামে এক আইনজীবী তার পিটিশনে কোহিনূর ব্রিটিশ সরকারের কাছ থেকে পাকিস্তানে ফিরিয়ে আনার জন্য ফেডেরাল সরকারকে নির্দেশ দিতে অনুরোধ জানিয়েছেন। মহারাজা রঞ্জিত সিংয়ের নাতি দলীপ সিংয়ের কাছ থেকে কোহিনূর ছিনিয়ে নিয়ে গিয়েছে ব্রিটেন, এমনই দাবি তার। পিটিশনে জাভেদ বলেছেন, ১৯৫৩ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহনের সময় তার মুকুটে জুড়ে দেওয়া হয় কোহিনূর। কিন্তু ১০৫ ক্যারেট ওজনের, কয়েকশ কোটি টাকা দামের ওই হিরের ওপর কোনও অধিকার নেই রানীর। কোহিনূর পঞ্জাব প্রদেশের সাংস্কৃতিক উত্তরাধিকার। পঞ্জাবের মানুষই এর প্রকৃত মালিক। ঘটনাচক্রে ভারতও দীর্ঘদিন ধরে কোহিনূর ফেরানোর দাবি জানিয়ে আসছে। একাধিক মুঘল শাসক ও মহারাজাদের হেফাজতে থাকা এই অমূল্য রত্নটিকে ব্রিটিশ শাসকরা অন্যায়ভাবে কেড়ে নিয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। কোহিনূরের পাশাপাশি সাম্রাজ্যবাদী শাসনের সময় লুঠ করে নিয়ে যাওয়া বাকি ধন-সম্পত্তিও ব্রিটেনের কাছে ফেরত চেয়েছে ভারত। ১৯৯৭ সালে রানী ভারতের স্বাধীনতা প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে যখন এ দেশ সফরে এসেছিলেন, তখন নানা মহল থেকে কোহিনূর ফেরানোর দাবি উঠেছিল। এমনকী গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিটেন সফরের প্রাক্কালে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ এমপি কিথ ভাজও কোহিনূর ভারতের হাতে ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। ৪, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে