শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৩:৩৭:৪৫

‘২০১৬ সালে মহাসুনামিতে মরবে ৪ কোটি মানুষ’

‘২০১৬ সালে মহাসুনামিতে মরবে ৪ কোটি মানুষ’

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু ইঞ্জিনিয়ার ড. মেহরান খোশের ভবিষ্যদ্বাণীতে যদি বিশ্বাস করা যায়, তা হলে আসছে মেগা সুনামি। প্রবল জলোচ্ছ্বাসের সঙ্গে তীব্র ভূকম্পনে মহাপ্রলয়ই ঘটতে চলেছে। টুকরো টুকরো হয়ে যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকা। ফুঁসে ওঠা জলোচ্ছ্বাসে, ভূগর্ভে তলিয়ে, ধ্বংসস্তূপে চাপা পড়ে মরবে ৪০ মিলিয়ন অর্থাত্‍ ৪ কোটি মানুষ।‌ যারা আমেরিকা ও এশিয়াবাসী। ড, খোশে এই ভূমিকম্পকে আসন্ন হিসেবে উল্লেখ করেছেন। সম্প্রতি আমেরিকা ও কানাডার কয়েক লক্ষ মানুষ যোগ দিয়েছিলেন 'Great Shake Out'-এ। বড় ধরনের ভূমিকম্প হলে কী ভাবে উদ্ধারকাজ চালাতে হবে, তারই মহড়া প্রশিত্ক্ষণ চলে সেখানে। সেই মহড়া চালার সময়ই ড. খোশের সতর্কবার্তার কথা জানানো হয়। মেহরান খোশে ইরানি বংশোদ্ভুত পরমাণু ইঞ্জিনিয়ার। খোশের দাবি অনুযায়ী, বিশ্বের বিভিন্নপ্রান্তে মাঝমধ্যে ৬-৮ কম্পাঙ্কের যে ভূমিকম্প হচ্ছে, তা মেগা ভূমিকম্পের প্রথমিক পর্যায়। তার কথায়, এর মধ্যেই রয়েছে আরও বড় দুর্যোগের অশনিসংকেত। আজ থেকে আগামী শরতের মধ্যে যে কোনও দিন, মেগা ভূমিকম্প সবকিছু তছনছ করে দিতে পারে। গত মাসে খোশের একটি ভিডিয়োও রিলিজ হয়েছে। সেই ভিডিয়োটিতে খোশে জানান, দক্ষিণ আমেরিকাতেই এই মহা দুর্যোগের সূত্রপাত হবে। ১০ থেকে ১৬ কম্পাঙ্কের তীব্রতার বেশ কয়েকটি ভূমিকম্প হবে। তার মধ্যে কোনও একটি জায়গায় এই তীব্রতা ২৪ ছাড়িয়ে যাবে। যার জেরে উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে ২০ মিলিয়ন বা ২ কোটি মানুষ মরবে। তার দাবি, চীনও রেহাই পাবে না। সামনের কয়েক মাসের মধ্যে চীনে বিক্ষিপ্ত ভাবে বেশ কয়েকটি ভূমিকম্প হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হবে জাপানও। তার হিসেবে দুই আমেরিকার মতো প্রাণহানির ঘটনা ঘটবে জাপান ও চীনেও। যার জেরে ভেঙে পড়বে বিশ্ব অর্থনীতি। ৪, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে