শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৫৫:৫০

ভারতের সাথে আলোচনায় বসতে আগ্রহী পাকিস্তান

ভারতের সাথে আলোচনায় বসতে আগ্রহী পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বলে জানানো হল পাক পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে, আর এই বিষয়ে তারা ভারতের অফিশিয়াল রেসপন্সের প্রতীক্ষায় বলে জানা গিয়েছে৷ পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে ডঃ মহম্মদ ফয়জল জানান, ভারতের সঙ্গে কথা বলতে তারা প্রস্তুত…ভারতের জবাবের অপেক্ষা করছে তারা৷

ফয়জল আরও জানান, দুই দেশের মধ্যে যে সব সমস্যা চলছে তা একমাত্র আলোচনার মাধ্যমেই সমাধানের পথ পেতে পারে৷ সাম্প্রতিক ঘটনার কথা তুলে ধরে তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলেছেন৷

তবে ভারতের থেকে প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি জানিয়েছেন, শিখ পুণ্যার্থীদের জন্য কারতারপুর করিডোর খোলার বিষয়ে তার কাছে কোনও তথ্য নেই৷

এদিকে গত ১৩ সেপ্টেম্বর জামাত উদ দাওয়াকে সমাজসেবা মূলক কাজের ছাড়পত্র দেয় পাকিস্তান সুপ্রিম কোর্ট৷ অনেকদিন ধরেই ফালাহি ইনসানিয়ত ফাউন্ডেশন চালিয়ে আসছে সঈদ৷ যা জামাত উদ দাওয়ার সমাজসেবা মূলক শাখা৷ এতদিন আইনের জটে আটকে ছিল সংগঠনের কাজ৷ এবার নিষিদ্ধ জঙ্গি সংঠনের সমাজসেবা ছড়িয়ে পড়বে পাকিস্তানে৷ জানায় সুপ্রিম কোর্ট৷

হাফিজের ইনসানিয়ত সংগঠন অনেকদিন ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করছে৷ জামাত উদ দাওয়া ও ইনসানিয়ত মিলে মোট ৫০,০০০ ভলেন্টিয়ার রয়েছে৷ বিভিন্ন স্কুল, হাসপাতালে ৩০০ সেমিনার করেছে হাফিজের সংগঠন৷ অ্যাম্বুলেন্স, সহ বিভিন্ন চিকিৎসা পরিষেবা দিতেও তৎপর ইনসানিয়ত৷
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে