শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪২:৪১

স্ত্রীসহ পর্বতে উঠলো কিম-মুন

স্ত্রীসহ পর্বতে উঠলো কিম-মুন

আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের এক ঐতিহাসিক সফরে গত মঙ্গলবার পিয়ংইয়ং যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনে। 
স্ত্রীসহ পর্বতে কিম-মুন। সফরের শেষ দিন বৃহস্পতিবার দুই কোরিয়ার ঐক্যের প্রতীক হিসেবে মুনকে  উত্তর কোরিয়ার পবিত্র পর্বত মাউন্ট পায়েকতুতে নিয়ে যান কিম। এ সময় সঙ্গেই ছিলেন তাদের স্ত্রী। সব কিছু ভুলে ফের একাত্ম হওয়ার প্রত্যয় ছিল তাদের চোখেমুখে।

দুই হাজার ৭৪৪ মিটার উচ্চতাবিশিষ্ট একটি আগ্নেয় পর্বত পায়েকতু। চীন সীমান্তে এর অবস্থান। কোরীয় লোকগাথায় একে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। কোরীয় জাতির আধ্যাত্মিক উৎসস্থানও বলা হয় একে। কিমের ঘনিষ্ঠ কিছু সহযোগী ছাড়া আর কাউকে সেখানে যেতে দেয়া হয় না।

কিম পরিবারের বীরত্ব প্রচারেও এ পর্বতের ভূমিকা রয়েছে। কিম জং উনের বাবা কিম জং ইলের যে জীবনী রয়েছে তাতে বলা আছে পায়েকতু পর্বতের চূড়ায় তার জন্ম। কিম প্রায়ই এ পর্বতের চূড়ায় ওঠেন।

বহুদিন আগে থেকেই এই পর্বতে ওঠার স্বপ্ন ছিল দক্ষিণের প্রেসিডেন্টের। বৃহস্পতিবার তার সে স্বপ্ন পূরণ করেন কিম। বিশ্বের প্রথম কোনো রাষ্ট্র নেতা হিসেবে মুনকে ওই পর্বতে ওঠার সুযোগ দিলেন উত্তর কোরিয়ার নেতা।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে