বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮, ১০:৩৫:২৪

ঘুর্ণিঝড় তিতলির তাণ্ডব শুরু, লণ্ডভণ্ড গোপালপুর

ঘুর্ণিঝড় তিতলির তাণ্ডব শুরু, লণ্ডভণ্ড গোপালপুর

আন্তর্জাতিক ডেস্ক: ঘুর্ণিঝড় তিতলি আছড়ে পড়ল ওড়িশা ও অন্ধ্র উপকূলে৷ বৃহস্পতিবার ভোর রাত থেকেই শুরু হয় তিতলির তাণ্ডব৷  ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের জেরে এখনই লণ্ডভণ্ড ওড়িশার গোপালপুর ও তৎসংলগ্ন এলাকা৷ হাওয়া অফিস জানিয়েছে, ওড়িশায় ১৪০ কিমি বেগে আছড়ে পড়ে তিতলি৷

মৌসম ভবনের পূর্বাভাসের পরই ওড়িশা সরকারের তরফে জারি করা হয়েছে সতর্কতা৷ ইতিমধ্যে উপকূলবর্তী পাঁচটি জেলা থেকে তিন লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে৷ বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান৷ মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে৷ পাশাপাশি পর্যটকদেরও সমুদ্রে নামতে বারণ করা হয়েছে৷

এদিকে তিতলির প্রভাবে জনজীবন ব্যাহত হতে শুরু করেছে৷ গাছ ভেঙে পড়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে, কাঁচা বাড়ি ভেঙে গিয়েছে৷ ক্ষয়ক্ষতির পরিমাণ গোপালপুর ও বেরহারমপুরে বেশি৷ সড়ক যোগাযোগ সেখানে বিচ্ছিন্ন৷ এখনও অবধি সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গঞ্জম, গজপতি, পুরী, খুরদা ও জগতসিংহপুরে৷ সঙ্গে ঝড়ো হাওয়া৷ এছাড়া ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় প্রভাব পড়েছে ট্রেন চলাচলে৷ রেলের তরফে জানানো হয়েছে, তিতলির কারণে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে৷ বেশ কিছু ট্রেনকে ঘুরপথে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে৷

জানা গিয়েছে, খড়গপুরে দাঁড়িয়ে ফলকনামা এক্সপ্রেস৷ খুরদা রোড ও বিজয়বগকরের মধ্যে বন্ধ ট্রেন চলাচল৷ বাতিল রাউরকেল্লা-পুরী এক্সপ্রেস, ভাগলপুর-যশবন্তপুর এক্সপ্রেস, বিশাখাপত্তনম-রাইপুর প্যাসেঞ্জার, সম্বলপুর-জুনাগড় রোড প্যাসেঞ্জার, ভুবনেশ্বর-চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস৷ হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের দাপট কমতে শুরু কমবে৷ শক্তি হারিয়ে সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে সরে আসবে৷ তবে শক্তি হারালেও জারি থাকবে বৃষ্টিপাত৷-কলকাতা২৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে