শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮, ০২:৪০:১০

দেয়াল ভেঙে ফেলল ইন্ডিয়ার বিমান, যা ঘটলো

দেয়াল ভেঙে ফেলল ইন্ডিয়ার বিমান, যা ঘটলো

আন্তর্জাতিক ডেস্ক: দেয়াল ভেঙে ফেলল ইন্ডিয়ার বিমান, যা ঘটলো। উড়ন্ত এয়ার ইন্ডিয়ার প্লেনটির চাকা বিমানবন্দরের সীমানা প্রাচীরের দেয়ালে ধাক্কা দেয়। এরপর সেটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন পাইলট। অল্পের জন্য জীবন বাঁচে ১৩৬ যাত্রীর।

ভারতের তামিলনাড়ুর তিরুচিরাপল্লি বিমান বন্দরে ঘটে ঘটনাটি। বৃহস্পতিবার রাত ১টা ১৯ মিনিটে দুবাইগামী প্লেনটি দুর্ঘটনার পর ত্রিচি থেকে বিমানটি মুম্বাইতে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় বিমানবন্দরের সীমানা প্রাচীরের একাংশ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্লেনটিও। পাশে থাকা কয়েকটি অ্যান্টেনাও ক্ষতিগ্রস্থ হয়েছে।

ওড়ার সময়েই প্লেনের পেছনের চাকা বিমানবন্দরের সীমানা দেয়ালে ধাক্কা দেয়। কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা খেল, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিরাপদে মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণ করতে সক্ষম হলেও শাস্তি এড়াতে পারেননি পাইলট ও কো-পাইলট।

ফ্লাইটের পাইলট এবং সহকারী পাইলটকে গ্রাউন্ডেড করা হয়েছে এবং আপাতত তাদের কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে