শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮, ০৪:১৫:০৩

অতিরিক্ত বৃষ্টিতে ভয়াবহ ধস, নিহত ৩১

 অতিরিক্ত বৃষ্টিতে ভয়াবহ ধস, নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ধস উগান্ডায় প্রাণ গেল ৩১ জনের৷ লাগাতার বৃষ্টির কারণে এই প্রাকৃতিক বিপর্যয়, যার ফলে প্রাণ যায় অনেকের৷ Commissioner for Disaster Preparedness মার্টিন আওয়ার জানান, মৃতের সংখ্যা ৩১ বলে জানা গিয়েছে৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে৷ অতিরিক্ত বৃষ্টিতে নদীর পাড় ভেঙে কাদা জল প্রবেশ করে বুদুদার বুকালাসি শহরের বাজারের মধ্যে৷ এই প্রাকৃতিক বিপর্যয়ে চার থেকে পাঁচটি গ্রাম এবং একটি প্রাইমারি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান, প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধারকারী এক সংস্থার ডিরেক্টর নাথান তুমুহামইয়ে৷

উগান্ডা রেড ক্রস-এর মুখপাত্র ইরিন নাকাসিতা বৃহস্পতিবার এই ভয়াবহ ধসের কিছু ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়৷

প্রসঙ্গত, ২০১০-এর মার্চে ধসে ১০০ জন মারা যায় এবং ২০১২ সালের ধসে তিনটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়৷ তবে বৃহস্পতিবারের এই ঘটনার পর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে৷-কলকাতা২৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে