বৃহস্পতিবার, ০৬ ডিসেম্বর, ২০১৮, ১১:৫৯:৩৫

আচমকাই কেঁপে ওঠে সে দেশ, আতঙ্ক ছড়িয়ে সুনামি সতর্কতা জারি

আচমকাই কেঁপে ওঠে সে দেশ, আতঙ্ক ছড়িয়ে সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওপর বেশ কয়েকটি দ্বীপপুঞ্জ নিয়ে ফরাসি অধিকৃত অঞ্চল নিউ ক্যালিডোনিয়া৷ স্থানীয় সময় বুধবার আচমকাই কেঁপে ওঠে সে দেশ৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৬৷ নিউ ক্যালিডোনিয়ার পূর্ব উপকূলে প্রথম কম্পন অনুভূত হয়৷ অগভীর ওই ভূমিকম্পের পর এক হাজার কিলোমিটার দূরবর্তী এলাকায় পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের বক্তব্য অনুযায়ী এই তথ্য প্রকাশ করেছে আলজাজিরা৷ সেন্টার জানাচ্ছে এই ভূমিকম্প হওয়ার পরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে৷ বড় বড় ঢেউ আছড়ে পড়েছে নিউ ক্যালিডোনিয়ার উপকূলে, তবে তা সুনামির পূর্ব ইঙ্গিত কীনা, তা স্পষ্ট করে বলেননি আবহবিদরা৷

উপকূল এলাকার বাসিন্দাদের দ্রুত এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা৷ সংবাদসংস্থা এএফপি জানিয়েছে নিউ ক্যালেডোনিয়া ও সংলগ্ন ভানুয়াতু এলাকার বাসিন্দারা অবশ্য জানাচ্ছেন তাঁরা কোনও কম্পন অনুভব করেননি৷ এমনকী যেসময় সুনামি সতর্কতা জারি করা হয়, তখনও সুনামি সাইরেন বাজেনি বলে অভিযোগ তাঁদের৷

সেদেশের নাগরিক সুরক্ষা ও আপদকালীন পরিষেবা বিভাগের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা মজুত করে রাখা হয়েছে৷ তবে তাদের দেশে সরকারি ভাবে সুনামি সতর্কতা জারি করা হয়নি৷ তবে মার্কিন ভূতত্ব বিষয়ক সংস্থা জানাচ্ছে ৭.৬ মাত্রার কম্পনের পর বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়৷ এর মধ্যে একটি ৫.৯ মাত্রার ছিল৷-কলকাতা২৪×৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে