শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯, ০৩:০৮:৫৮

কাউকে গালি দিলেই শাস্তি হবে অর্থদণ্ড অথবা কারাদণ্ড!

কাউকে গালি দিলেই শাস্তি হবে অর্থদণ্ড অথবা কারাদণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে কাউকে গালি দিলেই শাস্তি হবে অর্থদণ্ড অথবা কারাদণ্ড। গত দুই মাসে দেশটিতে অন্তত তিন ব্যক্তি গালি দেয়ার কারণে কারাভোগ করেছেন। পরে তারা জরিমানা দিয়ে মুক্ত হয়েছেন।

গত অক্টোবরে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বান্ধবীকে ‘হাবলা’ বলায় তার নামে মামলা হয়। আর এ কারণে জরিমানা গুনতে হয় ২০ হাজার দিরহাম।

তা ছাড়া চলতি মাসের শুরুতে শারজায় একটি ফুটবল ম্যাচ চলাকালীন এক ব্যক্তি তার সহকর্মীকে ‘নগণ্য’ বলায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।আমিরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কারও কাছে আপত্তিকর কিছু পাঠালে সেটিকে আইনত সাইবার ক্রাইম হিসেবে বিবেচনা করা হয়।

এই আইনে অভিযুক্তরা আড়াই থেকে ১০ লাখ দিরহামের সাজা অথবা কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে