শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯, ০২:২৮:৪০

একনজরে বিশ্বসেরা ১০ ধনী ব্যক্তি

একনজরে বিশ্বসেরা ১০ ধনী ব্যক্তি

বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ‘ফোর্বস’ সর্বশেষ বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। এবার দেখুন সেই তালিকায় ঠাঁই পাওয়া ১২ জন্য বিশ্বসেরা ধনী ব্যক্তিদের নামের তালিকা।

জেফ বেজস তিনি ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী মানুষ। অনলাইন বিপণন সংস্থা আমাজনের প্রতিষ্ঠাতার সম্পত্তির পরিমাণ ১১২০০ কোটি ডলার।

দ্বিতীয় স্থানে রয়েছেন মাইক্রোসফট সংস্থার প্রধান বিল গেটস। তার সম্পত্তির পরিমাণ ৯০০০ কোটি ডলার।

বিশ্বের অন্যতম আমেরিকান বিনিয়োগকারী এবং বার্কশায়ার হাথাওয়ের সিইও ওয়ারেন বাফেটের সম্পত্তির পরিমাণ ৮৪০০ কোটি ডলার। ধনীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

এলভিএমএইচ চেয়ারম্যান বার্নার্ড আরনল্টের সম্পত্তির পরিমাণ ৭২০০ কোটি ডলার। চতুর্থ স্থানে রয়েছেন বার্নার্ড।

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ধনীর তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তার মোট সম্পত্তির পরিমাণ ৭১০০ কোটি ডলার।

ইন্ডিটেক্সের প্রতিষ্ঠাতা আমানসিও ওরটেগা, যিনি জারা ক্লথিং চেইনের চেয়ারম্যানও, তার সম্পত্তির পরিমাণ ৭০০০ কোটি ডলার।

মেক্সিকোর টেলিকমিউনিকেশনের অন্যতম শিল্পপতি কার্লোস স্লিম রয়েছেন সপ্তম স্থানে। তার সম্পত্তির পরিমাণ ৬৭১০ কোটি ডলার।

কোচ ইন্ডাস্ট্রিজের কর্ণধার ডেভিড কোচ এবং তার ভাই বিশ্বের ধনী তালিকায় অষ্টম এবং নবম স্থানটি দখল করে রেখেছেন। মোট সম্পত্তির পরিমাণ ৬০০০ কোটি ডলার।

অরাকেল প্রধান ল্যারি এলিসন দশম স্থানে রয়েছেন। তার সম্পত্তির পরিমাণ ৫৮৫০ কোটি ডলার।

মাইকেল ব্লুমবার্গের মোট সম্পত্তি পরিমাণ ৫০০০ কোটি ডলার।

বিশ্বের ধনীর তালিকায় ১৯ নম্বর স্থানে রয়েছেন ভারতের শিল্পপতি মুকেশ অম্বানী। প্রথম কুড়ির তালিকায় ভারতের একমাত্র শিল্পপতি। তার মোট সম্পত্তির পরিমাণ ৪০১০ কোটি ডলার।

আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মায়ের এক ধাপ উঁচুতে রয়েছেন অম্বানী। জ্যাক মায়ের সম্পত্তির পরিমাণ ৩৯০০ কোটি ডলার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে