শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯, ১০:১৫:৩০

এবার মাহাথিরের বিরুদ্ধে খেপেছে ইসরাইল

এবার মাহাথিরের বিরুদ্ধে খেপেছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের নাগরিকদের জন্য মালয়েশিয়ার সীমান্ত বন্ধ ঘোষণার পর ড. মাহাথির মোহাম্মদের বিরুদ্ধে খেপেছে ইহুদি রাষ্ট্র ইসরাইল।মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে উন্মাদ ইহুদিবিদ্বেষী বলে আখ্যায়িত করেছে তারা।

এর আগে মাহাথির মোহাম্মদ বলেছেন, ইহুদি রাষ্ট্রটির কোনো প্রতিযোগী অংশ নেয় এমন কোনো ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন তার দেশ করবে না।

গত সপ্তাহে তিনি বলেন, মালয়েশিয়ায় ইসরাইলি সাঁতারুদের আগমন অনুমোদন করা হবে না।

২০২০ সালে জাপানের টোকিওতে প্যারা অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য চলতি বছরে মালয়েশিয়ায় বিশ্ব প্যারা সাঁতার চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হবে।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শফিউদ্দিন আব্দুল্লাহ বুধবার বলেন, ইসরাইলি প্রতিযোগীরা অংশ নিয়েছে, এমন কোনো ক্রীড়ানুষ্ঠানের আয়োজন তার দেশ করবে না।

ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল ন্যাশন এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, মালয়েশিয়ার এ সিদ্ধান্ত অলিম্পিকের চেতনার সম্পূর্ণ বিরোধী।

তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উগ্র ইহুদিবিদ্বেষ থেকেই এমন সিদ্ধান্ত এসেছে, এতে কোনো সন্দেহ নেই।তবে এ বিতর্কের অবসানে বিশ্ব ক্রীড়া সংস্থার আবেদনও নাকচ করে দিয়েছে মালয়েশিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে