সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯, ০১:০৯:২০

টুইটারে ‘গরু’ শব্দটি লিখতে পারছেন না ভারতীয়রা!

টুইটারে ‘গরু’ শব্দটি লিখতে পারছেন না ভারতীয়রা!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গরু নিয়ে অনেক বিচিত্র ঘটনা এমনকি সহিংসতারও জন্ম হয়। আর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এমনকি ভারতের বিভিন্ন রাজ্যে গরু জবাই করা নিষিদ্ধ করা হয়েছে। এবার অভিযোগ উঠেছে ভারতীয় টুইটার ব্যবহারকারীদের কোন টুইটে ‘cow’ (গরু) শব্দটি পাওয়া গেলে তা মুছে দেয়া হচ্ছে।

সম্প্রতি বেশ কয়েকজন ভারতীয় টুইটার ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা টুইটে ‘গরু’ শব্দটি কোনোভাবে ব্যবহার করতে পারছেন না। তবে ভারতের বাইরে থেকে শব্দটি ব্যবহার করা হলে তা দেখতে কোনো অসুবিধা হচ্ছে না।

সারা সালভাদর নামক নিউইয়র্ক ভিত্তিক এক সাংবাদিক জেফ বেজোস এর এক টুইট শেয়ার করে তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে ‘holy cow’ লিখেছিলেন। তা তার টুইটার অ্যাকাউন্টের আমেরিকান অনুসারীরা দেখতে পেলেও তার ভারতীয় অনুসারীরা দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।

এই ধরনের আরো অভিযোগ পর্যবেক্ষণ করার জন্য বিজেপির সংসদ সদস্য অনুরাগ ঠাকুরের নেতৃত্বে ৩১ সদস্যের একটি প্যানেল গঠন করা হয়েছে। সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে