শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯, ০২:০৭:২৫

জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানকে দোষারোপ করায় ক্ষুব্ধ মমতা ব্যানার্জী!

জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানকে দোষারোপ করায় ক্ষুব্ধ মমতা ব্যানার্জী!

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরে পুলওয়ামা কাণ্ডে উত্তপ্ত গোটা ভারত। ইতিমধ্যেই বদলার আওয়াজ উঠতে শুরু করেছে। খোদ কংগ্রেস সভাপতি রাহুল গাঁন্ধী সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন। ইতিমধ্যেই সর্বদল বৈঠক ডেকেছে মোদি। 

তার আগে বিস্ফোরক প্রশ্ন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। তদন্ত না করেই যে পাকিস্তানকে দোষারোপ শুরু হয়েছে তা ঠিক হচ্ছে না বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার সন্ধ্যায় নবান্ন থেকে বেরনোর সময়ে মুখ্যমন্ত্রী বলেন, “পররাষ্ট্র বিষয়ে আমি সচরাচর মন্তব্য করি না। এ সব ক্ষেত্রে দেশের অবস্থানই আমার অবস্থান। তবে গতকাল ঘটনার পরে পরেই জানিয়ে দেওয়া হয়, এ ঘটনার নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে।’

এরপর ক্ষুব্ধ কণ্ঠে মমতা বলেন, ‘বিশদে না গিয়ে আগেই কোনও সিদ্ধান্ত নিয়ে নেওয়া ঠিক নয়। বিষয়টা খুবই স্পর্শকাতর। সেটা মাথায় রেখে আগে তদন্ত করা হোক। তারপর দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে।”

ইতিমধ্যেই ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, এই হামলার পিছনে যে পাক সরকারের মদত রয়েছে তার প্রমাণ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন, কবে কোথায়, কী ভাবে জবাব দেওয়া হবে সে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। এই হামলার জেরে ভারত সরকারের পক্ষে পাকিস্তানকে দেওয়া ‘পছন্দের দেশ’ তকমা কেড়ে নেওয়া হয়েছে। ভারতের সুরে সুর মিলিয়ে আমেরিকাসহ অন্যান্য দেশও পাকিস্তানের নিন্দায় সরব হয়েছে।

এই পরিস্থিতিতে মমতা ব্যানার্জী, কার্যত পাকিস্তানকে তদন্তের আগেই দোষী চিহ্নিত করা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির দাবি, মমতা ইতিমধ্যেই জঙ্গি হামলা নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছেন। তবে মমতা উলটো দাবি করে বলেছেন, এই হামলার পরে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাতিল করা উচিত ছিল। তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা উচিত ছিল। সূত্র : এবেলা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে