শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯, ০৮:৪৪:০৪

অবশেষে জানা গেল ভারতীয় ৪৪ সেনা হত্যাকারীর আসল পরিচয়

অবশেষে জানা গেল ভারতীয় ৪৪ সেনা হত্যাকারীর আসল পরিচয়

আন্তর্জাতিক ডেস্ক : গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামা শহরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ৪৪ জন সেনা সদস্যকে হত্যাকারীর আসল পরিচয় পাওয়া গেছে। তার নাম আদিল আহমেদ দার (২০) ।

পুলিশ জানায়, ভারতীয় সেনা সদস্যদের বহরে বৃহস্পতিবার বিকালে আইইডি বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে ধাক্কা মারেন আদিল। তারপরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এতে ৪৪ জন সেনা সদস্য নিহত হয়।

জানা গেছে, আদিল কাশ্মীরের লেথুপারা এলাকার গুললাম আহমেদ দারের ছেলে। পুলওয়ামাতে হামলার দায় স্বীকার করা জইশ-ই-মোহম্মদে ২০১৮ সালে যোগ দেন আদিল আহমেদ। এদিকে, আদিলের বাবা গুললাম দাবি করেন, তিন বছর আগে ২০১৬ সালে তার সন্তান (আদিল) বন্ধুদের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার সময় সৈন্য তাদের প্রহার করে।

গোয়েন্দা সূত্র মতে, আদিল একাদশ শ্রেণি পর্যন্ত পড়ে স্কুল ছেড়ে গ্রামেরই একটি সমিলে কাজ করতেন। ২০১৬ সালের এপ্রিল মাস থেকে হঠাৎ উধাও হয়ে যায় আদিল। পরে সোশ্যাল সাইটে একে ৪৭ নিয়ে ছবি ভাইরাল হয় তার। বিষয়টি নিয়ে টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন বলা হয়েছেন, এই হামলার পেছনে রয়েছে এক আফগান জঙ্গি। নাম আবদুল রশিদ গাজি। সে আইইডি বিশেষজ্ঞ। গোয়েন্দাদের অনুমান ডিসেম্বর মাসেই হামলার ছক কষা হয়।

বৃহস্পতিবার হামলার পরই আদিল আহমেদ দারের একটি ভিডিও প্রকাশিত হয়। প্রকাশিত ওই ভিডিওতে সে বলেছে মাসুদ আজহারের ভাইপোর মৃত্যুর প্রতিশোধ নিতে পুলওয়ামা হামলা করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে