বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯, ০৪:০৭:১৬

কাশ্মিরে জঙ্গি হামলার সময় সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন নরেন্দ্র মোদি: কংগ্রেস

কাশ্মিরে জঙ্গি হামলার সময় সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন নরেন্দ্র মোদি: কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরের পুলওয়ামার অবন্তীপোরায় আরপিএফ কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলার সময় করবেট ন্যাশনাল পার্কে একটি সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এমনকি হামলার খবর পাওয়ার পরেও শ্যুটিং বন্ধ হয়নি। আরও ঘণ্টাখানেক ধরে চলে সেই শ্যুটিং। ভারতে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ আনলো কংগ্রেস। 

দিল্লিতে সাংবাদিক বৈঠকে মোদির শ্যুটিংয়ের ছবি দেখিয়ে এই দাবি করেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে, ভালোবাসার উত্সব উদযাপনে মশগুল দেশবাসী।

ঠিক সেই সময়ই দুপুর সাড়ে ৩টা নাগাদ খবর আসে পুলওয়ামার অবন্তীপোরায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর আরপিএফ কনভয়ে বড়সড় জঙ্গি হামলা হয়েছে। প্রাথমিকভাবে ১৫ জন আরপিএফ জওয়ানের মৃত্যুর খবর আসে। তারপর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যা।

জানা যায়, এটি একটি আত্মঘাতী হামলা। ৩৫০ কেজি বিস্ফোরকবোঝাই এসইউভি নিয়ে এসে আরপিএফ কনভয়ের একটি গাড়িতে ধাক্কা মারে জইশ জঙ্গি আদিল আহমেদ। বিস্ফোরণের তীব্রতায় আগুন ধরে যায় গাড়িটিতে। 

মুহূর্তের মধ্যে সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়। পাশাপাশি গ্রেনেড হামলাও করে জঙ্গিরা। জওয়ানদের গাড়ি লক্ষ্য করে গুলিও ছুঁড়তে থাকে জঙ্গিরা। ভয়াবহ সেই জঙ্গি হামলায় শহিদ হন ৪০ জন জওয়ান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে