শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৯, ০২:১৬:৪০

মুম্বাইয়ে বিস্ফোরণ, রাজ্যজুড়ে জারি উচ্চ সতর্কতা

মুম্বাইয়ে বিস্ফোরণ, রাজ্যজুড়ে জারি উচ্চ সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্র জুড়ে জারি হয়েছে উচ্চ সতর্কতা। কারণ মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় বোমা বিস্ফোরণ হয়েছে। তাতে তীব্রতা কম থাকলেও কেঁপে ওঠে এলাকা। রায়গাদ জেলায় একটি সরকারি বাসে মিলেছে বিস্ফোরক আইইডি। আর তাতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গিরা বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে হামলা চালিয়েছিল সিআরপিএফ কনভয়ে। যেখানে এই হামলায় ৪৯ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন। 

তারপরও জৈশ জঙ্গিরা আরও বড় হামলা চালানোর ছক কষছে বলে বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছে ভারতের গোয়েন্দারা। ঠিক তার পরই সরকারি বাসে আইইডি পাওয়া যাওয়ার ঘটনা এবং বাণিজ্য নগরীর ব্যস্ত রাস্তায় বোমা বিস্ফোরণ বেশ তাৎপর্যপূর্ণ। 

পুলিস সূত্রে খবর, যে বোমা বিস্ফোরণ হয়েছে ঠাণে জেলার মীরা রোডে তাতে লোহার বল না থাকায় বিস্ফোরণের তীব্রতা কম হয়েছে। কিন্তু যে আইইডি পাওয়া গিয়েছে সরকারি বাসে তা অত্যন্ত তীব্র। যা ক্ষতি করার কাজেই রাখা হয়েছিল। 

মহারাষ্ট্রের সন্ত্রাসবাদ–বিরোধী স্কোয়াড এই ঘটনার তদন্তে নেমেছে। বোমা নিস্ক্রিয়কারী স্কোয়াড বোমা বিস্ফোরণের নমুনা সংগ্রহ করেছে। আর আইইডিকে পাঠিয়ে দিয়েছে ফরেনসিক ল্যাবরেটরিতে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে