শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯, ০৯:৪২:৩৭

২০ বছরে আগের সেই ভয়াবহ আতঙ্কে কাঁপছে ভারত!

২০ বছরে আগের সেই ভয়াবহ আতঙ্কে কাঁপছে ভারত!

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৯৯ সালে ভারতীয় বিমান হাইজ্যাক করে জয়েশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহারকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল জঙ্গিরা। সেই মাসুদ আজহারের নেতৃত্বেই পুলওয়ামায় জঙ্গি হামলা ঘটে গেল। 

আর তারপর ফের বিমান হাইজ্যাকের হুমকি ফোন এলো। ভারতের এয়ার ইন্ডিয়ার অফিসে হুমকি ফোন এলো- বিমান হাইজ্যাক করে পাকিস্তানে নিয়ে যাওয়া হবে।

ফের ২০ বছরে আগের ভয়াবহ সেই বিমান হাইজ্যাকের আতঙ্কে ফের কাঁপছে ভারত। সেবার ১৭০ জন যাত্রীকে রক্ষা করতে জঙ্গি মাসুদ আজহারতে ছাড়তে বাধ্য হয়েছিল ভারত সরকার। আবার পুলওয়ামা-কাণ্ডে ভারত-পাকিস্তান যুদ্ধের আবহের মাঝেই ভেসে এলো বিমান হাইজ্যাকের আতঙ্ক।

শনিবার এয়ার ইন্ডিয়ার অফিসে এক হুমকি ফোন করে বলা হয় বিমান নিয়ে যাওয়া হবে পাকিস্তানে। মুম্বাইয়ের কন্ট্রোল রুমে সেই ফোন আসার পরই তত্‍পরতা শুরু হয়ে যায় মুহূর্তের মধ্যে। 

সিআইএসএফকে নিরাপত্তা বাড়াতে নির্দেশ দেওয়া হয়। সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির তরফে বিবৃতি দিয়ে জানানো হয় এই হুমকি ফোনের কথা। এদিন হুমকির পরই টার্মিনাল প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা বাড়ানো হয়। 

সমস্ত গাড়ির পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। গাড়িতে কোনও বিস্ফোরক রয়েছে কি না খতিয়ে দেখা হয়। যাত্রীদের চেকিংয়ে কড়াকড়ি শুরু হয়। এছাড়া সমস্ত প্রকার নজরদারি বাড়ানোর ব্যবস্থা করা হয় মুহূর্তের মধ্যে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে