শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:১১:০০

সীমান্ত পেরিয়ে ভারতে হামলা চালিয়েছে পাক-সেনা, দিল্লীতে জরুরী বৈঠক চলছে.

সীমান্ত পেরিয়ে ভারতে হামলা চালিয়েছে পাক-সেনা, দিল্লীতে জরুরী বৈঠক চলছে.

আনন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর পরিস্থিতি আরও উদ্বেগজনক। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নওসেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে পাক সেনা, এমনটাই জানাচ্ছে বিভিন্ন সংবাদ সংস্থা। 

শনিবার বিকেল চারটে নাগাদ সময় নিয়ন্ত্রণরেখা থেকে এক নাগাড়ে মর্টার ছুড়তে শুরু করেছে পাক-সেনা। পাশাপাশি চলে গোলাগুলিও। যদিও সেই হামলার কড়া প্রত্যুত্তর দিয়েছে ভারতীয় সেনাও। রাত আটটা পর্যন্ত খবর, গোলাগুলি এখনও চলছে।

শুধু রাজৌরি নয়, পুঞ্চ সেক্টরেও পাক সেনা কোনও প্ররোচনা ছাড়াই ভারতের দিকে লক্ষ্য করে গোলাগুলি ছোড়া শুরু করেছে বলে জানা গিয়েছে। সেখানে পাল্টা প্রত্যুত্তর দিচ্ছে ভারতীয় বাহিনীও।

পরিস্থিতি পর্যালোচনায় নয়াদিল্লিতে জরুরি বৈঠকে বসেছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাদের সঙ্গে ওই বৈঠকে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। 

পুলওয়ামা কাণ্ডের প্রতিশোধ নিতে কী করা যায়, তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বৈঠকে, এমনটাই অনুমান বিশেষজ্ঞদের। মোদি-রাজনাথ-ডোভাল ছাড়াও এই বৈঠকে মোদী মন্ত্রিসভার আরও বেশ কয়েক জন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত আছেন বলে জানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম।

শুক্রবার রাতেই জম্মু ও কাশ্মীরে ১০ হাজার সেনা নিয়ে যাওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। আকাশ পথে ১০০ কোম্পানি আধাসেনা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কাশ্মীর উপত্যকায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে