শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯, ১১:৫৪:২৩

পাকিস্তানি সেনা কনভয়ে জোরালো বিস্ফোরণ, ঘটনাস্থলেই মৃত্যু ৬ সেনার

পাকিস্তানি সেনা কনভয়ে জোরালো বিস্ফোরণ, ঘটনাস্থলেই মৃত্যু ৬ সেনার

আন্তর্জাতিক ডেস্ক : ফের পাকিস্তানের সেনা কনভয় লক্ষ্য করে বিধ্বংসী জঙ্গি হামলা। ঘটনাস্থলেও মৃত কমপক্ষে ছয় পাক সেনা। এছাড়া আরও দু'জন গুরুতর জখম হয়েছে বলে খবর। শনিবার বালোচিস্তানের দেরা বুগতির ঘটনা। বালোচের রিপাবলিকান সেনা হামলার দায় স্বীকার করেছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে রিমোট কন্ট্রোলের সাহায্যে পাক সেনার কনভয়ে হামলা করা হয়। এর জন্য ব্যবহার করা হয় আইইডি বিস্ফোরক। শনিবার রাত ১০টার পর পাক সেনার কনভয় যাওয়ার সময় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। 

বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তের মধ্যে উড়ে যায় একটি পাক সেনার গাড়ি। সেই গাড়িতেই ছিল ছয় পাক সেনা। ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও দুই পাক সেনা গুরুতর জখম হয়েছে বলে খবর। চিকিত্‍সার জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কিছুদিন আগে এই বালোচিস্তানে পাক সেনা কনভয় লক্ষ্য করে অনুরূপ হামলা হয়। ১৭ ফেব্রুয়ারির সেই হামলায় মারা যায় ৯ পাক সেনা। আহত হয় ১১ জন। তবে সেবারের হামলা ছিল আত্মঘাতী জঙ্গি হামলা। বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট ও বালোচ রিপাবলিকান গার্ডস এই হামলার দায় স্বীকার করেছে। ঘটনাস্থল বালোচ প্রদেশের আওয়ারান জেলা। পাক সেনার জনসংযোগ বিভাগ (ISPR) বিস্ফোরণের কথা স্বীকার করে।

আওয়ারান জেলা বালোচ প্রদেশের সবথেকে বিপজ্জনক এলাকা বলেই পাক সেনার কাছে চিহ্নিত। প্রায়ই এখানে সেনা বাহিনীর উপর হামলা হয়। বালোচ প্রদেশ পাকিস্তান বিরোধী অবস্থানের জন্য বারবার আলোচিত হয়।

পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই বারে বারে সরকারের সঙ্গে সংঘাতে গিয়েছে বালোচ বিদ্রোহীরা। তাদের দাবি, এলাকায় দমন নীতি চালাচ্ছে পাক সরকার। স্থানীয় মহিলাদের লাগাতার ধর্ষণ ও খুন করা হচ্ছ। বিভিন্ন মানবাধিকার সংগঠনের তরফে এর প্রতিবাদ জানানো হয়েছে। পাক সেনার লাগাতার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে ভারত সরকার সরব হোক। এমনই দাবি করেছেন বালোচ বিদ্রোহী নেতৃত্ব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে