বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯, ০৯:৪৬:১২

শরীর ঢাকো নইলে নেমে যাও, বিমানের মধ্য হুমকি যুবতীকে!

শরীর ঢাকো নইলে নেমে যাও, বিমানের মধ্য হুমকি যুবতীকে!

আন্তর্জাতিক ডেস্ক : শরীরে ছিল কমলা রং-এর প্যান্ট এবং স্প্যাগেটি স্ট্র্যাপ দেওয়া ক্রপ টপ। একবারও ভাবেননি এই পোশাকের জন্য তাকে প্লেন থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতে পারে। টমাস কুক এয়ারলাইন্সের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন এক ব্রিটিশ মহিলা। 

টুইটারে নিজের অভিজ্ঞতার কথা লিখে ক্ষোভ উগরে দিয়েছেন বার্মিংহামের বাসিন্দা এই তরুণী। তিনি লিখেছেন, 'বার্মিংহাম থেকে টেনেরিফ আসছিলাম। এয়ারপোর্টের সিকিউরিটি চেক কোথাও কোনও সমস্যা হয়নি। কিন্তু প্লেনে ওঠার পরেই কেবিন ম্যানেজার-সহ চার কেবিন ক্র‌ু এসে আমাকে ঘিরে ধরে। 

ওপরে একটা জ্যাকেট না চাপালে প্লেন থেকে আমাকে নামিয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। আমার পোশাক কোনও যাত্রীর সমস্যা হচ্ছে কিনা, তা জানতে চাই আমি। কেউ কোনও উত্তর দেয় না। আমি ওদের সঙ্গে তর্ক করায় ওরা আমার ব্যাগ ধরে টানাটানি শুরু করে। সেই সময় এক যাত্রী আমার উদ্দেশ্যে আপত্তিজনক মন্তব্য করে। তাকে কেউ কিছুই বলে না। বাধ্য হয়ে আমি জ্যাকেট পরে নিলে তবেই আমাকে ছেড়ে যায় ওই বিমানকর্মীরা।' 

টুইটারে অবশ্য প্রায় সবাই তাকেই সমর্থন করেছেন। তার পোশাকে কোনও সমস্যা নেই বলেও জানিয়েছেন অনেকে। খোদ ইংল্যান্ডের এই ধরনের ব্যবহারের মুখে পড়তে হবে, তা স্বপ্নেও ভাবেননি বলে জানিয়েছেন ওই ব্রিটিশ তরুণী। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে