সোমবার, ১৮ মার্চ, ২০১৯, ০৫:২৬:৪৩

মন্ত্রিসভায় কঠোর আইন পাশ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর

মন্ত্রিসভায় কঠোর আইন পাশ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন সোমবার বলেছেন, তার মন্ত্রিপরিষদ ‘নীতিগতভাবে’ অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠিন করার ব্যাপারে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তারা এ আইনের আমূল সংস্কার করবে। খবর এএফপি’র।

আরডার্ন বলেন, যাতে সহজেই যে কেউ অস্ত্র হাতে না পায় সে জন্য নিউজিল্যান্ডের অস্ত্র আইনে পরিবর্তন আনতে ‘আমরা মন্ত্রিপরিষদে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি।’ এসময় তিনি ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা তদন্তের ঘোষণা দেন। 

উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে সন্ত্রাসী হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় অর্ধশত মানুষ। এ হামলার পর স্তব্ধ পুরো বিশ্ব। উঠেছে নিন্দার ঝড়, কিন্তু তার মধ্যই আবার ঘটে গেল নেদারল্যান্ডে এই ঘটনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে