বুধবার, ২০ মার্চ, ২০১৯, ০৯:৫২:৩০

বড় ধাক্কা খেলেন মোদি, একযোগে বিজেপি ছাড়লেন ২৫ নেতা-মন্ত্রী!

বড় ধাক্কা খেলেন মোদি, একযোগে বিজেপি ছাড়লেন ২৫ নেতা-মন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনের আগে জোরদার ধাক্কা খেল নরেন্দ্র মোদি৷ উত্তর-পূর্বে অরুণাচল প্রদেশে একযোগে দলত্যাগ করলেন প্রায় ১৮ জন নেতা-মন্ত্রী৷ দলত্যাগী সব নেতা-মন্ত্রীরাই একসঙ্গে যোগ দিলেন (ন্যাশনাল পিপলস পার্টি)এনপিপিতে৷ এরমধ্যে রয়ছেন ৮ জন বিধায়কও ৷

গত এক সপ্তাহে উত্তর-পূর্বে ২৫ জন নেতা-মন্ত্রী দলত্যাগ করেছেন৷ ভারতীয় সংবাদসংস্থা সূত্রের খবর, আসন্ন নির্বাচনের টিকিট না পেয়েই ক্ষোভে দল ছাড়লেন এই নেতা-মন্ত্রীরা৷ যারা দলত্যাগ করেছেন, তাদের মধ্যে রয়েছেন অরুণাচলের স্বরাষ্ট্রমন্ত্রী কুমার ওয়াই, পর্যটনমন্ত্রী জারকার গামলিন, রাজ্যের বিজেপির সাধারণ সভাপতি জরপুম গাম্বিনও৷

অরুণাচল প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কুমার ওয়ালি বলেন, ‘পরিবারতন্ত্র নিয়ে বারবার কংগ্রেসকে কাঠগড়ায় তোলে বিজেপি৷ কিন্তু শুধু অরুণাচল প্রদেশের দিকেই যদি নজর রাখা যায়, তাহলে দেখা যাবে যে, মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজনই পেয়েছ ৩টি টিকিট৷’

এই প্রসঙ্গে এনপিপি নেতা থমাস সাঙ্গমা বলেছেন, ‘অরুণাচল প্রদেশের ৬০টি লোকসভা আসনের মধ্যে ৩০-৪০টি আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা চলছে৷ যদি আমরা সেই সমস্ত আসনে জিততে পারি৷ তাহলে সরকার গঠনের বিষয়টি নিয়েও আমরা ভাবনাচিন্তা করব৷’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে