মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯, ১২:৫৫:৪৮

ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে নিউইয়র্কে সব ধর্মের মানুষ একাট্টা হয়ে বিক্ষোভ!

ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে নিউইয়র্কে সব ধর্মের মানুষ একাট্টা হয়ে বিক্ষোভ!

আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্কের টাইমস স্কয়ারে ইসলামফোবিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে হাজারো মানুষ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মুখেই ছিল শান্তির স্লোগান। মুসলিম, খৃষ্টান ও ইহুদিসহ বিভিন্ন মতের মানুষ যোগ দিয়েছে এ পদযাত্রায়।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ হামলার প্রতিবাদ জানাতে ওই সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, ইসলামফোবিয়ার কারণে বিভিন্ন দেশে মুসলিমদের ওপর হামলা হচ্ছে। আমরা এ সংস্কৃতির পরিবর্তন চাই। এ জন্য বিভিন্ন ধর্মের লোকজন এ প্রতিবাদে সমাবেত হয়েছে।

সমাবেশে অংশ নেয়া তুর্কি-মার্কিন ন্যাশনাল স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান খলিল মুতলু জানান, পৃথিবীর বিভিন্ন প্রান্তে লাখো মানুষ ইসলামফোবিয়ার বিরুদ্ধে আওয়াজ তুলছে। নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে জানিয়েছেন সবাই। সম্মিলিত এ প্রতিবাদ ও সংহতি ঘৃণাচর্চার অবসান ঘটাবে।

খৃস্টান পাদ্রী রবার্ট জনসন ক্রাইস্টচার্চে হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আমরা মুসলিম সম্প্রদায়ের দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। এটি আমাদের নৈতিক দায়িত্ব। যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডই ভুল এবং ক্ষতিকর। এটি কোনো ধর্মের সঙ্গে নির্দিষ্ট নয়।

এদিকে পৃথকভাবে হোয়াইট হাউসের সামনেও ইসলামফোবিয়ার বিরুদ্ধে শতাধিক মানুষ বিক্ষোভ করেছে। ট্রাম্প প্রশাসনের ইসলামফোবিয়া বিষয়ক মনোভাবের প্রতিবাদ জানান তারা। সূত্র: টিআরটি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে