শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯, ০৪:৪৩:৩৪

ফিলিস্তিনের গাজা সীমান্তের তোলা লড়াকু এই ছবি জিতল আন্তর্জাতিক পুরস্কার

ফিলিস্তিনের গাজা সীমান্তের তোলা লড়াকু এই ছবি জিতল আন্তর্জাতিক পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা সীমান্তের তোলা একটি ছবি সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি-২০১৯ পুরস্কার জিতে নিয়েছে। ফটোগ্রাফিতে বিশ্বের অন্যতম পুরস্কারটিতে ছবিটি তৃতীয় স্থান অর্জন করেছে।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদলু জানায়, গত বছর ফিলিস্তিনিদের প্রত্যাবাসনের মহাযাত্রার (গ্রেট রিটার্ন মার্চ) সিরিজ ছবি তোলেন সংবাদমাধ্যমটির ফটো সাংবাদিক মুস্তাফা হাসুনা।

ওই যাত্রার অংশ হিসেবে এখনো প্রতি শুক্রবার গাজা সীমান্তে কয়েক লাখ মানুষের জমায়েত হয়। এই কর্মসূচির ইসরায়েলি সেনাদের হামলায় প্রথম দিনেই মারা যায় অর্ধ শতাধিক ফিলিস্তিনি।

ওই সময় বিক্ষোভকারী ২২ বছর বয়সী আইদ আবু আমরের এই ছবিটি বিশ্ববাসীর নজর কাড়ে। একহাতে পতাকা উড়িয়ে আরেক হাতে ইসরায়েলি সেনাদের দিকে পাথর ছুঁড়ে মারছিলেন তিনি।

পরবর্তীতে ফরাসি বিপ্লবের স্লোগান ‘লিবার্টি লিডিং দ্য পিপল’ নামে এ ছবির নামকরণ করা হয়। বিশ্বের সামনে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের প্রতীক হয়ে ওঠে এ ছবি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে